ঋদ্ধিমান সাহা? নাকি লক্ষ্মীরতন শুক্ল? বাংলা অধিনায়ক শেষ পর্যন্ত কে হচ্ছেন?
সঠিক উত্তর এখনও পর্যন্ত নেই। সিএবি কর্তাদের রবিবাসরীয় বৈঠকের পর বাংলা অধিনায়কত্ব নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়ে গেল। ঘটনা হচ্ছে, অধিনায়কত্ব নিয়ে এমন টানাপোড়েন অনেক সিএবি কর্তারই পছন্দ হচ্ছে না। কেউ কেউ মনে করছেন, ঋদ্ধি যা প্রস্তাব দিয়েছেন সেটা শোনা না শোনা পরবর্তী ব্যাপার। কিন্তু অধিনায়কত্বের সিদ্ধান্ত তার উপর কী করে নির্ভর করে থাকছে? ঋদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার ব্যাপারটা অনেকেরই পছন্দ হচ্ছে না।
যা পরিস্থিতি তাতে, ঋদ্ধিমান আর একটা সুযোগ পাচ্ছেন। বাংলা কোচ অশোক মলহোত্র এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান দীপ দাশগুপ্তকে বলা হয়েছে ক্যাপ্টেন্সি-প্রসঙ্গে ঋদ্ধির সঙ্গে কথাবার্তা বলে নিতে। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এ দিনের বৈঠকে কোচ-নির্বাচক প্রধানকে এ কথা বলে দেন।
কিন্তু ঋদ্ধি কী করবেন? অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে রবিবার রাতে ঋদ্ধি ফোনে বলে দিলেন, “আমাকে যদি সিএবি অধিনায়ক হিসেবে নির্বাচিত করে দেয়, তা হলে ক্যাপ্টেন্সি নেব। কিন্তু যদি আমাকে বিকল্প দেয় যে, ক্যাপ্টেন্সি না সাধারণ প্লেয়ার কোনটা আমার পছন্দ, আমি বলব সাধারণ প্লেয়ার।” আর সিএবি-কে তাঁর দেওয়া শর্ত? এ বার ঋদ্ধিমানের উত্তর, “আমি তো শর্ত দিইনি। আমি কখনওই বলিনি যে আমাকে ক্যাপ্টেন করতে হলে এটা দিতে হবে বা ওটা দিতে হবে। বলেছি, যে-ই ক্যাপ্টেন হোক, এই ব্যাপারগুলো হলে টিমের ভাল হবে।” |
হাওড়ায় এক অনুষ্ঠানে প্রসূন বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মী।—নিজস্ব চিত্র। |
রবিবারের বৈঠকে উপস্থিত কেউ কেউ রাতে সরাসরি আবার লক্ষ্মীরতন শুক্ল-র নাম তুলে আনছেন যোগ্য বিকল্প হিসেবে। বলে দিচ্ছেন, বাংলার বিপদে-আপদে লক্ষ্মী এক কথায় অধিনায়কত্ব নিতে রাজি হয়ে গিয়েছেন। তা হলে তাঁকে কেন এই পরিস্থিতিতে ভাবা হবে না? আরও বলা হচ্ছে, কোচ অশোক মলহোত্র-র সঙ্গে লক্ষ্মীর রসায়নও খুব ভাল। তাই লক্ষ্মী অধিনায়ক হলেও বাংলার লাভই হবে।
এ দিনের বৈঠকে আরও কয়েকটা ব্যাপার নিয়ে কথাবার্তা হল। যেমন চ্যালেঞ্জার ট্রফি (আগে ঠিক থাকলেও রবিবার দল নির্বাচন হল না) যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে কর্নাটকে প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে পারে বাংলা। নির্বাচকদের কাছে সিএবি প্রেসিডেন্ট জানতে চাইলেন, প্রতিভা থাকা সত্ত্বেও কেন রঞ্জিতে বাংলা কিছু করতে পারছে না? কেন মরসুম শুরুর আগে এত বিতর্ক হচ্ছে নির্বাচকদের ঘিরে? জানা গেল, নির্বাচকদের পক্ষ থেকে বৈঠকে এ দিন সিএবি প্রেসিডেন্টকে বলা হয়েছে যে ভাবে তাঁদের ‘ব্রাত্য’ করে দল নির্বাচন হয়েছে, সেটা তাঁদের ভাল লাগেনি। তবে ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর তাঁরা অনেকটাই আশ্বস্ত। |