যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষ সিঙ্গলসে শেষমেশ সব কিছুই ঠিক ভাবে শেষ হতে যাচ্ছে। ফাইনালে আজ টুর্নামেন্টের এক আর দুই নম্বর বাছাই মুখোমুখি। বিশ্ব র্যাঙ্কিংয়েও এই মুহূর্তে যারা এক আর দুই।
যদিও ফাইনালে ওঠার পর জকোভিচই হয়তো প্রথম জন হবে, যে স্বীকার করবে ফ্লাশিং মেডোয় এ বার এখনও নিজের ‘এ গেম’ খেলেনি। মাঝেমধ্যে ওর টেনিস-র্যাডার ব্যর্থ হচ্ছে। যে অনুমানক্ষমতার জন্য নোভাক জগদ্বিখ্যাত। প্রচুর আনফোর্সড এরর হচ্ছে ওর খেলায়। এমনকী সেমিফাইনালে ওয়ারিঙ্কা ওকে প্রায় কবজা করে ফেলেছিল। নোভাককে পঞ্চম সেটে ওর যাবতীয় স্কিল আর মানসিক শক্তি জড়ো করে ম্যাচটা বার করতে হয়েছে। ওয়ারিঙ্কার টুর্নামেন্টটা খুব ভাল গেলেও সেই মুহূর্তে ওকে ক্লান্ত মনে হচ্ছিল আমার। সেমিফাইনালের মতো পারফরম্যান্স কিন্তু নোভাককে ট্রফি দেবে না সোমবার। ফরাসি ওপেন সেমিফাইনালে নাদালের কাছে পাঁচ সেটে হারার পর থেকেই যেন নোভাকের খেলায় কী একটা জিনিসের অভাব ধরা পড়ছে! |
পাশাপাশি রাফায়েল নাদাল ফ্লাশিং মেডোয় এ বার পা দেওয়া ইস্তক এখনও একটাও ভুল পদক্ষেপ নেয়নি। কী দুর্দান্ত একটা মরসুম যাচ্ছে ওর! তা-ও চোট আর অস্ত্রোপচারের ধাক্কায় সাত মাস কোর্টের বাইরে থাকার পর! কিন্তু পেশাদার ট্যুরে ফিরেই গ্র্যান্ড স্ল্যাম (ফরাসি ওপেন) জিতে নেয়। তার পর উইম্বলডনে গোড়াতে হারলেও কেরিয়ারে প্রথম বার পরপর দু’টো হার্ডকোর্ট মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। এবং এই মুহূর্তে ইউএস ওপেন ফাইনালে। এ মরসুমে হার্ডকোর্টে নাদাল এখনও অপরাজিত (২১-০) বলেই নয়, আমি জীবনে ওকে এই সারফেসে এত ভাল খেলতে দেখিনি। হাঁটুর সমস্যার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না ওর খেলায়। চূড়ান্ত ফর্মে রয়েছে। অসাধারণ সার্ভিস করছে। বিশেষ করে সেকেন্ড সার্ভ। আর তেমনই ভয়ঙ্কর ফোরহ্যান্ড! আর্থার অ্যাশ স্টেডিয়ামে এর আগে নাদাল ট্রফি জিতলেও এই টুর্নামেন্টে ওকে এত ভাল চেহারায় আমার মনে হয় কখনও দেখা যায়নি। খুব ভাল ফর্মে থাকা রিচার্ড গাস্কে-কেও সেমিফাইনালে নাদাল নির্মম ভাবে গুঁড়িয়ে দিয়েছে।
ফাইনালেও এই ফর্মে থাকলে নাদালকে হারাতে নোভাককে হয়তো অতিমানবিক কিছু একটা করে দেখাতে হবে। টুর্নামেন্টের শীর্ষ বাছাইকে কখনও মুছে দিতে পারি না। কিন্তু এই ফর্মের নাদালকে হারাতে বিপক্ষকে দারুণ কিছু করতেই হবে। |
বয়স: জকোভিচ ২৬ নাদাল ২৭
র্যাঙ্কিং: জকোভিচ ১ নাদাল ২
গ্র্যান্ড স্ল্যাম: জকোভিচ ৬ নাদাল ১২
এ বছর ট্রফি: জকোভিচ ৩ নাদাল ৯
হার্ডকোর্ট সাক্ষাতে জয়ী: জকোভিচ ১১ নাদাল ৬
শেষ ৬ সাক্ষাতে: ৫ বার জয়ী নাদাল |
|
আজ টিভিতে
• ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি বিশ্বের এক আর দুই
জকোভিচ ও নাদাল (টেন স্পোর্টস, রাত ২-০০) |