ছেলের জন্য সচিনের আবেদন
সংবাদসংস্থা • মুম্বই |
মুম্বইয়ে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই |
তাঁর ‘ক্রিকেট-পাগল’ ছেলের উপর চাপ না দিতে প্রচারমাধ্যমের কাছে নতুন করে আবেদন জানালেন সচিন তেন্ডুলকর। তিনি চান ১৪ বছরের অর্জুন যেন নিজস্ব পরিচয় নিয়ে বেড়ে ওঠে। কেউ যেন তাকে তার কিংবদন্তি বাবার সঙ্গে তুলনা না করে। মুম্বই অনূর্ধ্ব ১৪ দলে অর্জুন সুযোগ পাওয়ার সময়েও সচিন মিডিয়ার কাছে একই আবেদন করেন। “অর্জুন আজ ওর প্রথম সরকারি ক্লাব ম্যাচ খেলল। ক্রিকেটকে ও পুরো পাগলের মতো ভালবাসে। তবে আমি চাই এক জন ক্রিকেটারের জীবনের বাকি দিকগুলো যেন ওকে প্রভাবিত না করে। আমি আশা করব সবাই ওকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেবে। যাতে ও ক্রিকেটটা উপভোগ করতে পারে,” এ দিন এক অনুষ্ঠানে বলেছেন সচিন। সঙ্গে যোগ করেছেন, “আমার বাবা সাহিত্য জগতের মানুষ ছিলেন। তবু আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, আমাকে কেউ বলেনি যে কেন বাবার রাস্তায় হাঁটছ না? জীবনে কোনও দিন আমাকে তুলনার মুখোমুখি হতে হয়নি। অর্জুনও যেন সেটা করতে পারে।”
|
নেইমারদের ৬ গোল
সংবাদসংস্থা • ব্রাসিলিয়া |
চক্রবূহ্যেও ভয়ঙ্কর। ছবি: এএফপি |
ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬-০ উড়িয়ে পর্তুগালকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন নেইমাররা। সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’ গোল করলেন, করালেনও। দুই অর্ধে তিনটি করে গোল অস্ট্রেলিয়াকে মাথা তোলার সুযোগ দেয়নি। স্ট্রাইকার জো-র জোড়া গোল ছাড়া নেইমার, র্যামিরেজ, আলেক্সান্ডার পাতো আর লুইজ গুস্তাভো-ও গোল করেন। চোট-আঘাত নিয়ে সমস্যা অবশ্য মঙ্গলবার পর্তুগালের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে নামার আগে চিন্তায় রাখবে ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারিকে। প্র্যাক্টিসেই গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান অস্কার। বিরতির আগে মার্সেলো-ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন।
|
কুস্তি ফিরল অলিম্পিকে
নিজস্ব প্রতিবেদন |
টোকিও কেন, ২০২০-র অলিম্পিক মাদ্রিদে নয় কেন? এই প্রশ্নে সরব রাফায়েল নাদাল। তাঁর অভিযোগ, মাদ্রিদের সঙ্গে সুবিচার হয়নি। এ দিকে, টোকিও অলিম্পিকে ফিরছে কুস্তি। বেসবল, সফটবল ও স্কোয়াশকে হারিয়ে কুস্তি ফের ঢুকে পড়ল অলিম্পিক তালিকায়। এ বছর শুরুর দিকে অপ্রত্যাশিত ভাবে কুস্তিকে অলিম্পিক থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় আইওসি। রবিবার সভায় ঠিক হল, কুস্তির বিশ্ব নিয়ামক সংস্থা যে ভাবে নিজেদের পরিকাঠামোয় পরিবর্তন এনেছে ও খেলাটাকে আকর্ষণীয় করে তোলার জন্য নিয়ম কানুন পাল্টে নিয়েছে, তার পর তাদের অলিম্পিকে ফিরিয়ে না আনার কোনও কারণ নেই। তাই ভারত আপাতত কিছুটা হলেও স্বস্তি পাবে।
|
মুম্বই টাইগার্স ও পৈলান অ্যারোজ না খেলায় ফেড কাপে নেওয়া হল ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড ও মিজোরামের লারসিং ক্লাবকে। আই লিগের ১৩ দলের সঙ্গে খেলবে ভবানীপুরও। ১-১৫ জানুয়ারি ২০১৪ হবে ফেড কাপ। চারটে করে ক্লাব নিয়ে চারটে গ্রুপ। খেলা হবে সম্ভবত চেন্নাই ও দিল্লিতে। ফেডারেশনের কম্পিটিশন ডিরেক্টর অনিল কামাথ বলেন, “এই নিয়ে সরকারি ঘোষণা এক সপ্তাহের মধ্যেই করা হবে।” |