টুকরো খবর |
আগুনে ছাই সাতটি দোকান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
পুড়ে গেল ৭টি দোকান। শনিবার রাতে, বালি স্টেশন রোডে। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল সূত্রের খবর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালি স্টেশনের পাশে মোবাইল, ঘুড়ি, মাছের খাবার, চা, প্লাস্টিকের সরঞ্জামের ওই অস্থায়ী দোকানগুলির একটিতে আগুন লাগে। তা ছড়ায় টিনের ছাউনি দেওয়া, দরমা-প্লাইউডে তৈরি বাকি দোকানগুলিতে। স্থানীয়েরা জানান, একটি দোকানে এক কর্মী শুয়েছিলেন। আগুনের তাপ লাগতেই তিনি বেরিয়ে আসেন। তাঁর চিৎকারে স্থানীয়েরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পৌঁছয় দমকল ও পুলিশ। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে ছড়ায় দাহ্যবস্তু দিয়ে গড়া দোকানগুলিতে। আগেও ওই দোকানগুলিতে আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাইয়ের স্তূপ ঘেঁটে বেঁচে যাওয়া জিনিসপত্র খুঁজছেন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী অষ্ট সরকার বলেন, “এসে দেখি সব পুড়ে গিয়েছে। পুজোর আগে অনেক ক্ষতি হয়ে গেল।”
|
আরএসপি নেতা খুনে ধৃত দুই বাসন্তীতে
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
আরএসপি নেতা ও বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকুল ইসলাম মোল্লাকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ধৃতদের নাম আনারুল সর্দার, আরজেদ শেখ। বাড়ি বাসন্তীর হোগলডুরিতে। রবিবার বিকেলে গোসাবার পাঠানখালির গোপালকাঠা এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি চপার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “১৭ জন অভিযুক্তের মধ্যে দু’জনকে ধরা গিয়েছে। বাকিদের খোঁজ চলছে।” ধৃতেরা এলাকার তৃণমূল সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাতে বাসন্তীর দক্ষিণ রামচন্দ্রখালি গ্রামে খুন আবু বক্কর।
|
পুরনো খবর: আরএসপি নেতা খুন বাসন্তীতে
|
ফুটবল লিগ |
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের রবিবারে বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ও রাঙামাটি পোনপাড়া আদিবাসী গাঁওতার খেলাটি ১-১ গোলে শেষ হয়। দু’দলের গোল দু’টি করেন মনোতোষ হাঁসদা ও গণেশ মাণ্ডি। খেলাটি হয় আরামবাগ জুবিলি পার্ক মাঠ। ওই একই মাঠে শনিবারের খেলায় দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ ২-০ গোলে রাগপুর সবুজ সঙ্ঘকে হারায়। দু’টি গোলই করেন আবদুল কাদের খান। দু’টি খেলাই এ-গ্রুপের। অন্য দিকে, শুক্রবার বি-গ্রুপের দশঘরা সিধু কানু তিলকা গাঁওতা ও গোঘাট কালীমাতা ফুটবল ক্লাবের খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। দশঘরার পক্ষে গোল করেন রবি হাঁসদা। কালীমাতার হয়ে গোলদাতা সঞ্জয় হাঁসদা। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর মাঠে।
|
ধৃত আরও ৫ |
মুম্বই রোডে ‘ডিস্ক জকি’ (ডিজে)-দের মারধর এবং তাঁদের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত আরও পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তাদের তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া আদালত। |
|