|
|
|
|
রামরাজাতলা কলেজ |
বিধিভঙ্গে অভিযুক্ত অধ্যক্ষ, যাচাইয়ে এ বার পরিদর্শক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারবার আবেদন জানানো সত্ত্বেও কলেজের পরিচালন সমিতির বৈঠক ডাকা হচ্ছে না বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই সমিতির বেশ কিছু সদস্য। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম না-মেনে কলেজের শিক্ষক সংসদের সচিব নির্বাচনে আংশিক সময়ের শিক্ষকদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। দু’ক্ষেত্রেই অভিযোগের তির অধ্যক্ষের দিকে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার রামরাজাতলার ড. কানাইলাল ভট্টাচার্য কলেজে পরিদর্শকদল পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়। কাল, মঙ্গলবার দুপুরে পরিদর্শকদের ওই কলেজে যাওয়ার কথা।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ওই কলেজে অনিয়মের অভিযোগ আসছিল বেশ কিছু দিন ধরে। সম্প্রতি শিক্ষক সংসদের সদস্য ও পদাধিকারী নির্বাচনে আংশিক সময়ের শিক্ষকদের ভোট দিতে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আংশিক সময়ের শিক্ষকেরা কলেজের শিক্ষক সংসদের নির্বাচনে যোগ দিতে পারেন না। কিন্তু ওই কলেজে বিশ্ববিদ্যালয়ের সেই বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয়ের কাছে। সিন্ডিকেটের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সিন্ডিকেটে আলোচনার পরে সরকারের কাছে চিঠি লিখে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানতে চান, শিক্ষক সংসদের নির্বাচনে আংশিক সময়ের শিক্ষকদের যোগ দিতে দেওয়া যাবে কি না। এখনও সেই চিঠির উত্তর তাঁরা এখনও পাননি বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।
শিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশের অভিযোগ, অধ্যক্ষ দিলীপকুমার সাহু কলেজ পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম করে চলেছেন। শিক্ষক সংসদের নির্বাচনে আংশিক সময়ের শিক্ষকদের যুক্ত করা তারই অন্যতম প্রমাণ। এ ছাড়া বারবার আবেদন জানানো সত্ত্বেও পরিচালন সমিতির বৈঠক ডাকতে রাজি হননি কলেজ-কর্তৃপক্ষ। সম্প্রতি পরিচালন সমিতির বৈঠক ডাকার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় পরিচালন সমিতির একটি বড় অংশ। কিন্তু তার পরেও বৈঠক ডাকা হয়নি বলে অভিযোগ। উল্টে কলেজ-কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে আছে। তাই এখনই পরিচালন সমিতির বৈঠক ডাকার কোনও প্রয়োজন নেই।
তার পরেই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয়ের কাছে। অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের পরিদর্শকদলকে কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ অবশ্য দাবি করেছেন, নিয়ম ভেঙে কিছুই করা হয়নি। তবে এ ব্যাপারে বিস্তারিত ভাবে কিছু বলতে চাননি তিনি। |
|
|
|
|
|