শহরের বেশ কিছু এলাকায় নিরাপত্তার অভাব বোধ করেন মহিলারা। পুলিশ কমিশনারের কাছে এমন অভিযোগ করলেন আসানসোলের কাউন্সিলর ঊমা সরকার।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল করা যায় কী ভাবে, সে ব্যাপারে শনিবার বিশিষ্ট নাগরিকদের নিয়ে আসানসোলের রবীন্দ্রভবনে একটি বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলররা। সেখানেই ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊমা সরকার অভিযোগ করেন, আসানসোলের কিছু অঞ্চল, বিশেষত বাজার এলাকা মহিলাদের জন্য নিরাপদ নয়। প্রায়ই টাকার ব্যাগ ও গলার হার ছিনতাই হয়। তিনি বলেন, “পুলিশকে আগেও অনেক বার বলেছি। আপনাকেও বলছি। এই বিষয়টা একটু দেখুন।” ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবাল বসুর দাবি, “পুলিশের খবর জোগাড়ের মাধ্যমগুলো প্রকাশ্যে চলে এসেছে। তাই অপরাধ দমন করতে পারছে না পুলিশ। এ নিয়ে পুলিশের ভাবা উচিত।” |
পুলিশ কমিশনার জানান, অপরাধ রুখতে ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন পুলিশ কমিশনার জানান, শশীভূষণ গড়াই রোডে এক দল যুবক বেপরোয়া ভাবে মোটরবাইক চালাচ্ছে। যা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অভ্যাস বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান। এলাকায় নাকাবন্ধ, নিয়মিত মোটরবাইক পরীক্ষা হচ্ছে। বৈঠকে পুলিশ কমিশনার জানান, শুধু এই এক দিন নয়, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমেও নাগরিকদের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখার ব্যবস্থা করছে। ফেসবুকে একটি পেজ খুলে আইনশৃঙ্খলার ব্যাপারে মতামত নিচ্ছে পুলিশ। এর মাধ্যমে জনগণকেও নানা তথ্য জানানো হচ্ছে। শহরের নানা এটিএম কাউন্টার থেকে টাকা তছরুপে যারা জড়িত তাদের সম্ভাব্য ছবিও এই পদ্ধতিতে মানুষকে জানানো হচ্ছে।
তবে এ দিনের সভার কথা বিজ্ঞাপন বা অন্য কোনও ভাবে প্রচার না হওয়ায় ক্ষুব্ধ নাগরিকদের একাংশ। তাঁদের দাবি, সভার কথা জানলে আরও অনেকে হাজির হতে পারতেন। পুলিশ ও নাগরিক সমাজ, দু’পক্ষই আরও উপকৃত হত। |