খেলার টুকরো খবর

সিনিয়র ফুটবল লিগ
কালনায় ফুটবল লিগের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।
শুরু হল সিনিয়র ফুটবল লিগ। কালনা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এই লিগ শুরু হল রবিবার থেকে। যোগ দেয় ১৪টি দল। প্রথম খেলায় দীপালি সঙ্ঘ মুখোমুখি হয় শ্যামগঞ্জ জুনিয়র ক্লাবের। দীপালি ৮-০ গোলে হারায় শ্যামগঞ্জকে। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকার জানান, দু’টি গ্রুপে ভাগ করে দলগুলিকে খেলানো হবে।

জয়ী আমবাগান
দ্বিতীয় ডিভিশন লিগের খেলায় বর্ধমান টাউন স্কুল মাঠে আমবাগান সুব্রত স্মৃতি সঙ্ঘ ৪-০ গোলে হারিয়েছে বেগুট মিলন সঙ্ঘকে। দু’টি গোল করেছেন জয়ন্ত মান্ডি। বাকি গোল দু’টি অজিত হাঁসদা ও অনিল মুর্মুর। এই জয়ের সুবাদে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৭ ম্যাচে ১৬ পয়েন্ট পেল। নিবেদিতা সঙ্ঘ ৬টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট ও পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৭টি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়েছে।

স্মরণসভা
প্রাক্তন ফুটবল ও বাস্কেটবল খেলোয়াড় তপন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হল স্থানীয় অরবিন্দ স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী মানুষেরা।

জয়ী তেঁতুলিয়া
সুশীল চট্টোপাধ্যায় স্মৃতি প্রতিযোগিতা ক্রিকেটে খেতাব জিতল তেঁতুলিয়া ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতাটি হয় তেঁতুলিয়া ফুটবল মাঠে। তেঁতুলিয়ার দলটি ফাইনালে ফ্যাবুলাস ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়েছে।

হারল পুলিশ
সুপার ডিভিশন ফুটবল লিগে লোকো সেন্টার অফ ইয়ং সোসাইটি ৩-১ গোলে পুলিশ এসি-কে হারিয়েছে। জয়ী দলের পক্ষে গোল করেছেন তাপস সূত্রধর, সুরজিৎ রায় ও গোবিন্দ সেন। পুলিশ এসি-র পক্ষে ব্যবধান কমান তাপস মুরারি।

জিতল টিএফএ
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল টিএফএ বার্নপুর। রামসায়ের মাঠে তারা আসানসোল গ্রাম একাদশকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। ম্যাচের সেরা বিজয়ী দলের শান্তা বাহাদুর।

স্মৃতি ফুটবল
পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ছাতনা ব্লুস্টার, বাঁকুড়া। রাজবাড়ি মাঠে তারা চন্দননগর নিউস্টার হুগলিকে ২-০ গোলে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের আনিসুর খা।ঁ

জয়ী সিআরসি
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিআরসি, রেল কোয়ার্টার। আপার চেলিডাঙা মাঠে তারা টিএফএ, বার্নপুরকে ৪-২ গোলে হারিয়ে দেয়। ফাইনালের সেরা সৌরভ দাস।

কবাডি ম্যাচ
বার্নপুর ডেইলি মার্কেট উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার হীরাপুর থানা মাঠে আয়োজিত এক দিনের কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহাবীর স্পোর্টিং ক্লাব, আসানসোল। তারা হিন্দুস্থান ক্লাব, বার্নপুর আপার রোডকে ফাইনালে ৩৪-১৭ পয়েন্টে হারায়।

জয়ী আমরা ক’জন
রানিগঞ্জ সিহারশোল মাঠে স্মৃতি ফুটবলের একটি মূহূর্ত। —নিজস্ব চিত্র।
অশোক ঘোষ, চাপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আমরা ক’জন বয়েজ ক্লাব। তারা ২-০ গোলে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে হারায়। গোল দু’টি করেন প্রতিযোগিতার সেরা হয়ছেন সত্যজিৎ বাউড়ি।

বাহিনী সঙ্ঘের হার
বল্লভপুর ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম দিন রবিবারের খেলায় বিজয়ী হল মহাল একাদশ, বার্নপুর। তারা পেপারমিল মাঠে বাহিনী সঙ্ঘ, সিহারশোলকে ৫-১ গোলে হারায়।

হারল অগ্রণী
কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত বুড়ো সরকার স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতায় রবিবার তানসেন এসি ১-০ গোলে দুর্গাপুর অগ্রনীকে হারায়। গোল করেন কৌশিক বাউড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.