টুকরো খবর
পুলিশের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ
হাসপাতাল কর্মীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করল পুলিশ। অভিযোগ, ‘ইনজুরি রির্পোট’ দেওয়ার বিনিময়ে পুলিশকর্মীদের কাছে ঘুষ চান হলদিয়া মহকুমা হাসপাতালের করণিক দীপক মাণ্ডিকা। শনিবার ওই করণিকের বিরুদ্ধে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান সুতাহাটা থানার এএসআই আমিনুল ইসলাম। তাঁর অভিযোগ টাকা না দিলে পুলিশকর্মীদের অযথা হয়রানি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে দীপক মাণ্ডিকা বলেন, “কাজের চাপ থাকায় অনেক সময় রির্পোট দিতে দেরি হয়। কিন্তু টাকা চাওয়ার প্রশ্ন ওঠে না।” হাসপাতালের সুপার হারাধন বর্মন বলেন, “তদন্ত করে প্রয়োজনে অন্য কোনও কর্মীকে ওই দায়িত্ব দেওয়া হবে।”

ডায়েরিয়ায় মৃত্যু
ডায়েরিয়ায় এক জনের মৃত্যু হল বীরভূমের মুরারইয়ে। ছয় গ্রামে অসুস্থ অন্তত দু’শো। শনিবার মুরারই ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মারা যান মনু শেখ (৬০)। বিএমওএইচ প্রবীর মাড্ডি বলেন, “রক্তাল্পতাতেও ভুগছিলেন উনি।” ওই স্বাস্থ্যকেন্দ্রে ১৫৫ জন ভর্তি হয়েছেন। শুক্রবারই কুমোরপাড়ার এক বধূ মারা গিয়েছেন রামপুরহাট হাসপাতালে। কলাবতী পণ্ডিত (৫৫) নামে ওই মহিলা ডায়েরিয়ায় আক্রান্ত হলেও মৃত্যু হয় যকৃতের সংক্রমণে। এসিএমওএইচ প্রসেনজিৎ মুজুমদার বলেন, “পাইপের দূষিত জল থেকে ডায়েরিয়া ছড়িয়েছে।”

শিশুমৃত্যুতে বিক্ষোভ
শিশুমৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল খড়্গপুরের এক নার্সিংহোমে বিক্ষোব দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দা। শনিবার শহরের মালঞ্চ এলাকার ওই নার্সিংহোমে মৃত্যু হয় আরামবাটির শুভ মান্নার (৪)। শুক্রবার রাতে জ্বর নিয়ে সে ভর্তি হয়েছিল। চিকিৎসায় গাফিলতির জন্যই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ সামাল দেয়।

ফের শিশু-মৃত্যু বি সি রায়ে
শুক্রবার গভীর রাত থেকে শনিবার রাত পর্যন্ত বি সি রায় শিশু হাসপাতালে আরও চারটি শিশুর মৃত্যু হল। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬। শনিবার শোনা যায়, শিশু-মৃত্যুর তদন্তে স্বাস্থ্য দফতর একটি কমিটি গঠন করেছে। কিন্তু স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় ও হাসপাতালের অধ্যক্ষা মালা ভট্টাচার্য এই কথা অস্বীকার করেন। সুশান্তবাবু বলেন, “কোনও কোনও সময়ে মৃত্যুর সংখ্যা একটু বাড়তেই পারে। এটা অস্বাভাবিক নয়। আলাদা করে তদন্তের দরকার নেই। হাসপাতাল থেকে দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

প্রতিবাদ
ছবি: শুভাশিস ভট্টাচার্য
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ৯৩ জনের মৃত্যুর মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে স্থানান্তরের দাবি উঠল। শনিবার আলিপুর আদালত চত্বরে জমায়েত হয়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এই অগ্নিকাণ্ডে হতাহতদের স্বজনদের সংস্থা ‘হিউম্যান হেলথ রাইটস ফোরাম’।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.