টুকরো খবর
মনমোহনকে জেরা করা যাবে, দাবি কমলের
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়োজনে সিবিআইয়ের জেরার জবাব দিতে রাজি বলে আজ জানিয়েছেন সংসদীয় মন্ত্রী কমল নাথ। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কয়লাখনি বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সময়ে কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনমোহন। তাই শুরু থেকেই এই বিষয়ে বিরোধীদের নিশানায় রয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নজরদারিতে এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই। এই মামলায় বার বার সমস্যা দেখা দিয়েছে। কখনও কোর্টের জন্য সিবিআইয়ের তৈরি রিপোর্টে পরিবর্তন করার অভিযোগ উঠেছে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের বিরুদ্ধে। ফলে, সিবিআইয়ের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কখনও কেলেঙ্কারি সংক্রান্ত ফাইল হারিয়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও সিবিআইও। সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, এই মামলায় সিবিআই প্রধানমন্ত্রীকে জেরা করতে চায়। কিন্তু, তারা অনুমতি পাচ্ছে না। আজ একটি সাক্ষাৎকারে কমল নাথ জানিয়েছেন, সংবাদমাধ্যমে কী রিপোর্ট বেরিয়েছে তা তাঁর জানা নেই। তবে আইন অনুযায়ী সিবিআই যে কাউকে জেরা করতে পারে। কয়লা কেলেঙ্কারির তদন্তের জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হতেই পারে। তিনি আইনের ঊর্ধ্বে নন। প্রয়োজনে তিনি সিবিআইয়ের জেরার জবাব দেবেন।

শিক্ষা ব্যবস্থায় আসুক পরিবর্তন: রাষ্ট্রপতি
অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনী পরিবর্তন চান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভুবনেশ্বর আইআইটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন তিনি। রাষ্ট্রপতি চান, ছাত্রছাত্রীদের মূল্যায়নে দেশের পরীক্ষা ব্যবস্থায় নবতম পদ্ধতিগুলি সংযোজন হোক। নিয়োগ করা হোক উপযুক্ত শিক্ষক-শিক্ষিকা। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে গড়ে উঠুক প্রতিযোগিতা মূলক আবহ। পরিচালনার নিয়মকানুন এমন ভাবে তৈরি হোক যা নমনীয়, স্বচ্ছ, ছাত্র-সহযোগী হয়। রাষ্ট্রপতির আক্ষেপ, উচ্চশিক্ষার পরিকাঠামো প্রসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিকই। কিন্তু বিশ্বমানের নিরিখে এখনও পিছিয়ে ভারত।

ছাত্রী অবসাদে আত্মঘাতী
শিক্ষকের বকা খেয়ে অবসাদে আত্মঘাতী হল বছর সতেরোর কলেজ ছাত্রী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ভালপারাই এলাকায়। পুলিশ জানিয়েছে, ক্লাসে মন না দেওয়ার জন্য সরকারি কলেজের ওই ছাত্রীকে বকাবকি করেছিলেন এক শিক্ষক। তার জেরেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। বাড়ি ফিরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় এর পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় সে।

ঝাড়খণ্ডের জঙ্গলে ধৃত মাওবাদী
চাইবাসার সারাণ্ডা জঙ্গলে তল্লাশি চালিয়ে এক মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ। ওই জঙ্গির কাছ থেকে একটি কৌটোবোমা, শ’দেড়েক কিলোগ্রাম বিস্ফোরক এবং ল্যাণ্ডমাইন তৈরির প্রচুর রসদ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানান, শুক্রবার রাতে সারাণ্ডার বালিবায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই ওই মাওবাদীকে গ্রেফতার করা হয়।

এখনও মিলছে দেহ
বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে এখনও উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। সে দিন থেকে শুক্রবার পর্যন্ত ১৬৬টি দেহ উদ্ধার হয়েছে। শুক্রবারই গরুড়চটি ও গৌরীকুণ্ডের মাঝখানে ৬৮টি দেহ উদ্ধার হয়েছে। সে দিনই দেহগুলির সৎকার করা হয়।

হিমঘরে অ্যামোনিয়া ছড়িয়ে মৃত সাত
আলু সংরক্ষণের হিমঘরে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে মৃত্যু হল এক মহিলা-সহ সাত কর্মীর। বিজাপুর তালুকের ঘটনা। পরে দমকলের কর্মীরা এসে ওই হিমঘরের ছাদ কেটে ফেলেন। পরে দেওয়াল ভেঙে উদ্ধার করে কর্মীদের নিথর দেহ।

দুর্গাশক্তির পাশে আইএএস-রা
উত্তরপ্রদেশের সাসপেন্ড হওয়া আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসারদের অ্যাসোসিয়েশন। দুর্গাশক্তির সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে আইএএস অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ)। চিঠিতে এ রাজ্যের আইএএস সংগঠন বলেছে, উত্তরপ্রদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না করলে কেন্দ্র নিজের ক্ষমতা প্রয়োগ করে ওই সাসপেনশন খারিজ করুক। সর্বভারতীয় সার্ভিসের অফিসারেরা যাতে সততা ও বলিষ্ঠতার সঙ্গে কাজ করতে পারেন, সে-জন্য উপযুক্ত রক্ষাকবচের ব্যবস্থা করতে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের কাছে আর্জিও জানানো হয়েছে চিঠিতে।

পুরনো খবর:
গণপিটুনি, অসমে নিহত তিন ডাকাত
ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল তিন জনের। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে বরপেটা জেলার কলাগাছিয়া এলাকায়। পুলিশ জানায়, লাংলা এলাকায় সাপ্তাহিক হাট থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মজার আলি। মাঝরাস্তায় সশস্ত্র তিন দুষ্কৃতী তাঁর কাছ থেকে টাকা লুঠ করার চেষ্টা করে। মজরের চিৎকারে লোক জড়ো হয়ে যায়। সকলে ধাওয়া করলে বেকি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। নৌকা নিয়ে তিনজনকে জলেই ঘিরে ফেলে জনতা। তীরে নিয়ে যাওয়ার পর শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.