|
|
|
|
জেলাশাসক বদলি, পদে ফিরতে পারেন দুর্গাশক্তি
সংবাদসংস্থা • লখনউ |
সাসপেন্ড হওয়া আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালকে ক্লিন চিট দিয়েছিলেন যিনি, উত্তরপ্রদেশের সেই জেলাশাসক রবিকান্ত সিংহকে বদলি করে দেওয়া হয়েছে। এর মধ্যেই আবার একটি সূত্রে খবর মিলেছে, দুর্গাশক্তি গত সপ্তাহে দেখা করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান নেতা মুলায়ম সিংহ যাদবের সঙ্গে। যা থেকে জল্পনা ছড়িয়েছে, তাঁর সাসপেনশন তুলে নেওয়া হতে পারে।
ওই সূত্রের দাবি, এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে হয়তো দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত মাসে দুর্গাশক্তি একটি মসজিদের দেওয়াল ভাঙা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড হন।
সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন জেলাশাসক রবিকান্ত। তিনি তাঁর রিপোর্টে উল্লেখ করেছিলেন, গৌতম বুদ্ধ নগরের এসডিএম দুর্গাশক্তি তাঁর নির্দেশেই সরকারি জমিতে তৈরি বিতর্কিত মসজিদের দেওয়াল ভাঙতে গিয়েছিলেন। তবে উত্তরপ্রদেশে বালি মাফিয়াদের নিয়ন্ত্রণে নাগপাল সক্রিয় ছিলেন। তাই অখিলেশ প্রশাসনের তোপের মুখে পড়েন বলে দাবি। যার জেরে দুর্গাশক্তিকে সাসপেন্ড করা হলেও রবিকান্ত সিংহের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও সমাজবাদী পার্টির বেশ কয়েক জন নেতাকে বলতে শোনা যায়, ওই জেলাশাসকও সমান দোষী। তাঁকেও সরিয়ে দেওয়া উচিত।
ওই ঘটনার প্রায় এক মাসের মাথায় এক রকম নিঃশব্দেই রবিকান্তকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বদলির কারণ হিসেবে কিছুই বলা হয়নি। আপাতত অপেক্ষা তালিকায় রাখা হয়েছে তাঁকে।
তবে নয়ডার ১১৫ নম্বর সেক্টরে সোর্খা গ্রামে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার অভিযান নিয়ে গত কাল বিক্ষোভে দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়িতে পাথর ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সেখানে। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছিলেন রবিকান্ত। তার পরেই তাঁকে বদলির কথা বলা হয়। রবিকান্তের জায়গায় উন্নাওয়ের জেলাশাসক হীরালাল গুপ্তকে দায়িত্বভার দেওয়া হয়েছে। |
পুরনো খবর: রাজনীতির চক্রান্তেই ইটের পাঁচিল আজ দুর্গার চোরাবালি |
|
|
|
|
|