২০ লক্ষ টাকা তোলা চেয়ে তিন-চার দিন বাড়িতে হুমকির ফোন আসছিল। শুক্রবার এল পার্সেল। ফোনে বলা হল, তাতে বোমা আছে! বেগতিক দেখে লেক থানার পুলিশকে জানান আতঙ্কিত ব্যবসায়ী।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম বাবুলাল বেঙ্গানি (৪০)। বাড়ি সাউথ এন্ড পার্কে। বাবুলালের অভিযোগ, ৪ তারিখ বিকেল থেকে বাড়ির ল্যান্ডলাইনে টাকা চেয়ে ফোন আসছিল। শুক্রবার বাড়িতে একটি পার্সেল আসে। কিছু ক্ষণ পরে ফোনে বলা হয়, টাকা না পেলে ওই বোমা ফাটানো হবে।
প্রসঙ্গত ২০১১-এর এপ্রিলের মালদহে ও ২০১২-এর সেপ্টেম্বরে হাওড়ায় পার্সেল বোমা বিস্ফোরণে দুই মহিলার মৃত্যু হয়। তাই এই ঘটনাটিকে ছোট করে দেখতে চাইছে না পুলিশ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ শনিবার বলেন, “পার্সেল খুলে ছোট কয়েকটি ব্যাটারি, তার এবং কাঠের রং করা সরু ছোট কঞ্চি মিলেছে। অনুমান, ভয় দেখাতে পার্সেল পাঠানো হয়েছিল।” লালবাজারের অন্য এক কর্তা এ দিন জানান, ওই ব্যবসায়ীকে অপরিচিত কারও থেকে পার্সেল নিতে বারণ করা হয়েছে। গোয়েন্দা প্রধান জানান, যে নম্বর থেকে ফোনগুলি এসেছে, সেগুলি যাচাই করে দেখা হচ্ছে। তোলাবাজির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানায়, বাবুলাল শেয়ারের ব্যবসা করেন। এই ঘটনার পিছনে শেয়ার সংক্রান্ত লেনদেন বা ধারদেনা আছে কি না, তা-ও দেখা হচ্ছে। পুলিশের দাবি, টাকার পরিমাণ কমাতে ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু দুষ্কৃতীরা টাকা কমাতে চাইছিল না বলে ব্যবসায়ীর দাবি।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ তাঁর বাড়ির উপরে নজর রাখতে শুরু করেছে। |