শহর জুড়ে জোরকদমে দুর্গা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেলেও প্রতিমা বিসর্জনের জন্য যথেষ্ট সময় মিলবে না বলে উদ্বিগ্ন পুজো কমিটির উদ্যোক্তারা। ১৬ অক্টোবর ইদুজ্জোহা। তার আগের দিনও প্রস্তুতির জন্য রাস্তায় ভিড় থাকবে। তাই কলকাতা পুলিশ সমস্ত পুজো কমিটিকে জানিয়েছে, ১৫ এবং ১৬ অক্টোবর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। প্রতিমা বিসর্জন দিতে হবে দশমী ও ত্রয়োদশী এই দু’দিনেই। কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, “১৪ অক্টোবর ও ১৭ অক্টোবরই বিসর্জনের দিন নির্দিষ্ট হয়েছে। বিসর্জন ওই দু’দিনেই করতে হবে।” তবে পুজো উদ্যোক্তারা জানান, ১৫ তারিখ প্রতিমা বিসর্জন দেওয়া যাবে ভেবে লরি, ব্যান্ড পার্টি, আলোকসজ্জা সব ‘বুকিং’ হয়ে গিয়েছে। আগে এই নির্দেশ এলে সমস্যা হত না। শনিবার কলামন্দিরে পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন লালবাজারের কর্তারা। কলকাতা পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ ছাড়াও বৈঠকে ছিলেন পুরসভা, দমকল, সিইএসসি এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা। বৈঠকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, “উৎসবের শহরে শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।”
|
২২ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে ধরল পুলিশ। শনিবার, ঘোলা থানার মুরাগাছায়। ধৃত অসিত বিশ্বাস ঘোলার হেমন্তনগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন একটি সাদা ব্যাগ-সহ তাকে ধরে ফেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। সেই ব্যাগেই মিলেছে গাঁজা। জেরায় সে স্বীকার করেছে, তার বাড়িতে গাঁজা মজুত আছে। সে পূর্বাঞ্চলের রাজ্য ও অন্য জেলাতেও গাঁজা পাচার করে। গোয়েন্দা প্রধান দেবাশিস বেজ বলেন, “অনেক দিন ধরে এই ব্যক্তির খোঁজ চলছিল।” অন্য দিকে, এ দিনই জগদ্দলের একটি জুয়ার ঠেকে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা আটক করেছে পুলিশ।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলল। শনিবার, বড়তলা থানা এলাকার মহাদেব দাস লেনে। মৃতের নাম অমিত গুপ্ত (৩৫)। এ দিন অমিতবাবুর ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। তদন্তে পুলিশ জেনেছে, অমিতবাবু অবসাদে ভুগছিলেন। তাই তিনি আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের। এ দিনই দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার বিবেকানন্দ রোডে অস্বাভাবিক মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। পুলিশ জানায়, এ দিন রাস্তার পড়ে থাকা অচৈতন্য ওই ব্যক্তিকে টহলদার পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
বন্দর এলাকার একটি অফিসে চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার, ওয়াটগঞ্জ থানা এলাকা থেকে। ধৃতেরা হল মহম্মদ চাঁদ, বিজয় বাল্মীকি ও শিবশঙ্কর সাউ। পুলিশ জানায়, গত সপ্তাহে ডক ওয়েলফেয়ার অফিসে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয়। জেরায় বিজয় শিবশঙ্করের কথা জানায়। শিবকে তার বাড়ি থেকে ধরা হয়। চুরি যাওয়া সব জিনিস তার থেকে মিলেছে। অভিযুক্তদের রবিবার আদালতে তোলা হবে। |