টুকরো খবর
স্ত্রী’কে খুন, নালিশ
স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির কাছে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন উজ্জ্বলগর এলাকায়। মৃতা মুক্তা ঘোষকে তাঁর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ। অভিযুক্ত স্বামী রবিন ঘোষ পলাতক। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর সবাই শুয়েছিলেন। শুক্রবার সকালে তাঁদের ৬ বছরের মেয়ে রিমি ঘুম থেকে উঠে দেখে পাশের ঘরে তাঁর মা গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে। চিৎকার করে কাঁদতে থাকে সে। প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। স্ত্রীকে প্রায়ই মারধর করত রবিন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

সফরে দল
চারদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্য মানবাধিকার কমিশনের একটি দল। ৮ ও ৯ সেপ্টেম্বর কোচবিহারে সার্কিট হাউসে এবং ১০ ও ১১ তারিখ শিলিগুড়িতে সার্কিট হাউসে একটি খোলা বিচারসভা অনুষ্ঠিত হবে। তাতে বহু পুরোনো ও জটিল মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দাজির্লিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার। বিচার প্রক্রিয়ায় অংশ নিতে আসছেন কমিশনের চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায়, রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত এবং এন সি শীল।

সতর্কতা
গত ২৪ ঘন্টায় বৃষ্টিতে শুক্রবার আলিপুরদুয়ার ও সংলগ্ন রায়ডাক-১ নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। সেচ নির্বাহী বাস্তুকার অরূপানন্দ রায় জানান, আলিপুরদুয়ারে ১২৪ মিমি, হাসিমারা ২০২ মিমি বৃষ্টি হয়েছে। হাসিমারার কাছে তোর্সা নদীর জল বেড়েছে। বিকাল পর্যন্ত প্রবল হাওয়া ও বৃষ্টিতে বহু গাছ ভাঙে। আলিপুরদুয়ার জংশনের চেচাখাতা গ্রামে বৃষ্টির জমা জলে বেশ কিছু কৃষি জমিতে ধস নামে। বাসিন্দারা বাধ্য হয়ে রাস্তা কেটে জল বার করার ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। শুক্রবার দুপুরে শালুগাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম অমিত রায় (১৫)। সে স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্কুল থেকে ফিরছিল সে। সেই সময় একটি মাল বোঝাই ট্রাক শিলিগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিল। পিছন থেকে তাঁকে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালক পলাতক।

শিক্ষক দিবস পালন
শিক্ষক দিবস পালন করল জেলা তৃণমূল শিক্ষা সেল। জলপাইগুড়ি জেলা প্রাথমিক সংসদের বিদ্যাসাগর ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ধর্তীমোহন রায়। এতে উপস্থিত ছিলেন কল্যাণ চক্রবর্তী, কৃষ্ণকুমার কল্যাণী, সর্বশিক্ষা প্রকল্প আধিকারিক অলোক মহাপাত্র প্রমুখ। অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষকশিক্ষিকাকে উত্তরীয় ও মানপত্রে সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অঞ্জন দাস, তরুণ মজুমদার।

স্মারকলিপি
দূরশিক্ষায় বিএড পড়ার ক্ষেত্রে নিজের জেলার স্টাডি সেন্টারে ভর্তি হতে না পারায় জেলা বিদ্যালায় পরিদর্শককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, “সকলেরই চূড়ান্ত মেধা তালিকায় আছেন। তাই ৪০০ কিলোমিটার দূরে পাঠালে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। নিজের জেলায় পড়ার সুযোগ না পেলে বৃহত্তর আন্দোলনে যাব।”







First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.