|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ছবিতে ফুটেছে ধূসর পাণ্ডুলিপি |
মৃণাল ঘোষ |
সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় অনুষ্ঠিত হল ১৫তম ‘থার্ড আই’ ফোটোগ্রাফি উৎসবের প্রথম পর্যায়ের প্রদর্শনী। শুধু সাদা কালো ছবির এই সম্মেলক প্রদর্শনীর শিরোনাম ‘আলোকচিত্রে ধূসর পাণ্ডুলিপি’। |
|
বড় মাপে আর্কাইভাল ক্যানভাসের উপর ছাপা অধিকাংশ ছবিই আলো, রচনাবন্ধ, প্রতিমাবিন্যাস নিয়ে সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষার ফসল। অতনু পালের ‘তিরবেগে’ ছবিটি বিশেষ উল্লেখযোগ্য। অংশগ্রহণকারী অন্যান্য শিল্পীর মধ্যে ছিলেন অন্বেষা চট্টোপাধ্যায়, মানস রায়, অর্ণব সেন, কাঞ্চন ঘোষ, আপন বরণ বিশ্বাস, সৌম্য দাশগুপ্ত, সরবেশ ভগৎ প্রমুখ।
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘আর্ট ইন লাইফ ২০১৩’ ১০ অক্টোবর পর্যন্ত।
অ্যাকাডেমি: থ্রি জি পেন্টার্স গ্রুপের প্রদর্শনী কাল শেষ।
রিনা রায় কাল শেষ। কল্যাণ বসু, সোমনাথ মজুমদার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
জেনেসিস আর্ট গ্যালারি: অনির্বাণ কাল শেষ।
তাজ বেঙ্গল: সুব্রত ঘোষ কাল শেষ।
গ্যালারি ৮৮: গোবর্ধন আশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|