টুকরো খবর |
সব্জির দাম নিয়ন্ত্রণে হবে নজরদারি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শাক-সব্জির দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া নজরদারি চালাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে নিজেও যে কোনও বাজারে যেতে পারেন বলে জানিয়েছেন তিনি। বাজারে দৈনন্দিন জিনিসের দাম কী অবস্থায় রয়েছে, তা জানতে শুক্রবার মহাকরণে বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দৈনন্দিন জিনিসের মূল্য দেখার জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা, বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত, কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, কৃষিমন্ত্রী মলয় ঘটক-সহ পুল্শ ও প্রশাসনের কর্তারা। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পুজোর আগে ও পরে দৈনন্দিন জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীরা গ্রেফতারও হতে পারেন। রাজ্যের সর্বত্রই সব্জির দাম লাগামছাড়া হয়ে যাওয়ার অভিযোগ মহাকরণেও এসেছে। ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণির বিক্রেতা কৃত্রিম ভাবে সব্জির দাম বাড়াচ্ছেন।
|
সিমেন্ট কারখানার উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বি কে বিড়লা গোষ্ঠীর একটি ,সিমেন্ট কারখানার উদ্বোধন হল রঘুনাথগঞ্জের ধলো গ্রামে। বুধবার ওই কারখানার উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জি সি অগ্রবাল। সংস্থার পক্ষে সুমন কল্যাণ রায় বলেন, “ইতিমধ্যে ৫৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানা থেকে বছরে ১৫ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে। এখানে কারখানাটি হওয়ার ফলে স্থানীয় প্রায় ২০০ লোকের কর্মসংস্থান হয়েছে।” ২০১০ সালে এই কারখানার জন্য ১৬৮ একর জমির ব্যবস্থা করে দিয়েছিল রাজ্যের শিল্প উন্নয়ন নিগম।
|
বিদেশে টাকা নিয়ে যাওয়ার পরিমাণ বাড়ল
সংবাদসংস্থা • মুম্বই |
এখন থেকে বিদেশে (নেপাল ও ভুটান বাদে) ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১০ হাজার টাকা নিয়ে যেতে পারবেন যে কোনও যাত্রী। শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে তার পরিমাণ ছিল মাথা পিছু ৭,৫০০ টাকা। তেমনই স্বল্প সময়ের জন্য বিদেশ গেলে, সেখান থেকে আনাও যাবে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১০ হাজার টাকা।
|
জি২০-তে খুশি ভারত
সংবাদসংস্থা • মুম্বই |
উন্নয়নশীল দেশগুলির মুদ্রার দরে অস্থিরতা কমানোকে উন্নত দুনিয়া নিজেদের আর্থিক নীতি নির্ধারণে গুরুত্ব দিতে রাজি হওয়ায় খুশি ভারত। খুশি, করফাঁকি প্রতিরোধ আইন নিয়ে তাদের অবস্থানেও। কারণ মেনে নেওয়া হয়েছে ব্যবসা করা দেশে বহুজাতিকগুলির কর দেওয়ার বাধ্যবাধকতা। এ দিকে, নিজেদের শেয়ার বিক্রির উপর কর দেওয়া নিয়ে শুক্রবার বম্বে হাইকোর্টে ধাক্কা খেয়েছে ভোডাফোন।
|
নয়া মিউচুয়াল ফান্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেয়ার বাজার ভিত্তিক নয়া ফান্ড আনল আইডিবিআই মিউচুয়াল ফান্ড। ওই ‘আইডিবিআই ট্যাক্স সেভিংস ফান্ড’ ওপেন এন্ডেড। এতে কর ছাড়ের সুবিধা মিলবে। এমডি-সিইও দেবাশিস মল্লিক বলেন, “শেয়ারের দাম পড়েছে। এই সময়ে ভাল শেয়ার বেছে লগ্নি করলে লাভের সুযোগ আছে।”
|
সিইএসসি-র উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহারাষ্ট্রের চন্দ্রপুরে ৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে সিইএসসি। প্রকল্পে ৩০০ মেগাওয়াটের দু’টি ইউনিট তৈরি হবে। একটির কাজ নির্দিষ্ট সময়েই শেষ হয়েছে, দাবি সংস্থার। চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা জানান, এটাই তাঁদের রাজ্যের বাইরে বিদ্যুৎ শিল্পে পা রাখার প্রথম উদ্যোগ।
|
অনলাইনে পিএফ
সংবাদসংস্থা • মুম্বই |
এ বার ইন্টারনেটের মাধ্যমে যে কোনও সময় সরাসরি দেখে নেওয়া যাবে নিজের প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার অঙ্ক। এ জন্য আর বার্ষিক হিসাব হাতে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে না পিএফের আওতায় থাকা ৫ কোটি কর্মীকে। শুক্রবার এই নতুন ব্যবস্থা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
|
ভাড়া বাড়ল
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
বিমান জ্বালানির চড়া দাম এবং টাকার পতনের জেরে এ বার ভাড়া বাড়াল বিমান সংস্থা ইন্ডিগো। সংস্থা সূত্রে খবর, ভাড়া ২৫ শতাংশ বাড়িয়েছে তারা। এর আগে একই কারণে বিমান ভাড়া বাড়িয়েছে স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং জেট এয়ার।
|
ক্ষুদ্র শিল্পের মুশকিল আসানে মেলা |
পসরা সাজিয়ে বিপণনের মেলা নয়। ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে ‘সিনার্জি এমএসএমই ২০১৩’ নামে যে-মেলার আয়োজন করা হচ্ছে, তা ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের ব্যবসা সংক্রান্ত সব সমস্যার পথ বাতলাবে বলে রাজ্য সরকারের দাবি। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ শুক্রবার বলেন, “আর্থিক প্রতিষ্ঠান, বণিকসভা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে নতুনদের মেলবন্ধনই মেলার লক্ষ্য।” ১৬-২১ সেপ্টেম্বর মেলা চলবে মিলন মেলা প্রাঙ্গণে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের সচিব রাজীব সিংহ বলেন, “আমরা চাই, যাঁরা আসবেন, তাঁরা যেন মেলায় দাঁড়িয়েই সমস্যার সমাধানের পথ খুঁজে পান। তাই বণিকসভা, আর্থিক প্রতিষ্ঠান-সহ বিভিন্ন সংস্থাকে মেলায় নিয়ে আনা হচ্ছে।”
|
সেবির জরিমানা |
অর্থ লগ্নি সংস্থা অলকেমিস্টের শেয়ার বেআইনি ভাবে কেনা-বেচার জন্য ৫ জনকে জরিমানা করল সেবি। মোট অঙ্ক ৩.৫ লক্ষ টাকা।
|
|
|