গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বোলপুর-নানুর রাস্তার ডোমনপুরের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে এবং অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। প্রায় দু’ঘণ্টা পরে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। বোলপুর থানার বঙ্গছত্রের বাসিন্দা পেশায় খাদান শ্রমিক প্রকাশ ঘোষ (৪০) ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ বাইকে ফিরছিলেন। ডোমনপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেগতিক বুঝে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এর পরেই বাসিন্দারা বিক্ষোভ দেখান। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পরে রাত ৯টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। গাড়ির চালকের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
বিশেষ পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
তফশিলি জাতি, উপজাতি ছাত্রীদের পঠন পাঠনের প্রতি আগ্রাহ বাড়াতে এবং সাধারণ ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে বিশেষ পুরস্কার চালু করল বলাইকৃষ্ণ রায় স্মৃতি উচ্চবালিকা বিদ্যালয়। এই পুরস্কার দেওয়ার জন্য সাহায্য করছেন ইলামাবাজার উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শ্যামলেন্দু হাজরা। বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন এই পুরস্কার দেওয়া হয়। আপ্লুত ওই উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষাকর্মী, অভিভাবক সকলেই। প্রধান শিক্ষিকা রূপরেখা মুখোপাধ্যায় বলেন, “শ্যামলেন্দুবাবুর আর্থিক সাহায্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুই কৃতী ছাত্রী এবং তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের কৃতী দুই ছাত্রীকে প্রত্যেক বছর পাঠ্যবই দেওয়া হবে। এ বার ৬ জন কৃতী ছাত্রীকে ওই বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।” শ্যামলেন্দুবাবুর কথায়, “বহু দিন ধরে বিষয়টি মাথায় ছিল। বাস্তবায়িত করতে পেরে ভাল লাগছে।” |