সভাধিপতি হিসেবে আপনার নাম ঘোষিত হওয়ার পরে আপনি নাকি সারা জেলা ঘুরে দেখেছেন। কী কী সমস্যা চোখে পড়ল?
বিকাশ: অধিকাংশ গ্রামেই রাস্তা বেহাল, পানীয় জলের সঙ্কট। এ ব্যাপারে খুব শীঘ্রই ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া জেলার বহু গ্রামে সেচের কোনও ব্যবস্থাই নেই। সেখানে বৃষ্টি নির্ভর চাষ আবাদ হয়। এমন গ্রামগুলিতে সাব মার্সিবল পাম্প বসানো হবে। শুনেছি জেলার কয়েকটি টোল থেকে প্রাপ্য টাকা পাওয়া যায় না। টোল থেকে আদায় হওয়া টাকা যাতে উন্নয়নের কাজে লাগে, সে ব্যাপারে নজর দেব।
প্রাক্তন সভাধিপতিদের অধিকাংশের প্রতিই বিরোধীদের বরাবরের অভিযোগ, তাঁরা নিজের এলাকাতেই বেশি উন্নয়নের কাজ করেছেন। আপনিও কি পূর্বসূরীদেরই অনুসরণ করবেন?
বিকাশ: একেবারেই না। মুখ্যমন্ত্রীর মতো আমিও অন্তত দু’ মাসে একবার কর্মাধ্যক্ষ এবং ‘মনিটরিং কমিটি’ নিয়ে প্রতিটি ব্লকে হাজির হব। সেখানকার অভাব-অভিযোগ শুনবো। সেই মতো সব কাজ হবে।
‘মনিটরিং কমিটি’? সেটা আবার কী?
বিকাশ: এতদিন জেলা পরিষদে এমন কোনও কমিটি ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচ জনের ওই ‘মনিটরিং কমিটি’ করে দিয়েছেন। ওই কমিটি সুষ্ঠু ভাবে জেলা পরিষদ পরিচালনায় সহায়তা করবে। কমিটির প্রধান এসআরডিএ-র (স্টেট রুরাল ডেভলপমেন্ট অথোরিটি) চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। থাকবেন জেলার চার বিধায়কও।
জেলা পরিষদ পরিচালনায় বিরোধীদের কতটা প্রাধান্য দেবেন?
বিকাশ: বিরোধীদের মধ্যে থেকেই অধ্যক্ষ হবেন। সব কাজে তাঁর পরামর্শ তো নেবই। তা ছাড়াও দলমত নির্বিশেষে সব মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জেলা পরিষদে পরামর্শ বাক্স চালু করা হবে।
১০০ দিন কাজের প্রকল্পে বীরভূমের গড় আশানুরূপ নয়। সমস্যাটা কোথায়?
বিকাশ: ১০০ দিন কাজের প্রকল্পের ক্ষেত্রে আরও বেশি করে কাজের জায়গা খুঁজতে হবে। যেমন, ওই প্রকল্পে তিলপাড়া জলাধারে জমে থাকা বালির স্তূপ পরিষ্কার করার কাজ করাব। তাতে বহু মানুষ দীর্ঘ দিন কাজ পাবেন। ক্রমে জেলার সমস্ত নদীর নাব্যতা বাড়াতে ওই প্রকল্পে বালি তোলাব।
পাঁচামি পাথর শিল্পাঞ্চলে বেশ কয়েক বছর ধরে অস্থিরতা চলছে। রাজস্ব আদায়ে ঘাটতি থাকছে। সমাধা নিয়ে কিছু ভেবেছেন?
বিকাশ: পাথর শিল্পাঞ্চলকে সচল রাখাতে যাবতীয় চেষ্টা করব। সেখানকার শ্রমিকদের ব্যাপারেও নানা চিন্তাভাবনা রয়েছে।
জেলা পরিষদে অতীতে নানা ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আপনার কী ভাবনা রয়েছে?
বিকাশ: অপ্রয়োজনীয় খরচ কমানো হবে। মোট কথা, আয় বাড়িয়ে জেলার সার্বিক উন্নয়ন করা হবে। |