টুকরো খবর
প্রয়াত হিটলারের দেহরক্ষী
মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধই হোক বা বাঙ্কারের ভিতরে গোপনে দীর্ঘদিনের সঙ্গিনী ইভার সঙ্গে বিয়ে, জীবনের প্রতিটা মুহূর্তে হিটলারের ছায়াসঙ্গী ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে মৃত্যু হল হিটলারের দেহরক্ষী ৯৬ বছরের রোখুস মিশ-এর। জন্ম ১৯১৭ সালের ২৯ জুলাই অল্ট শালকোভিৎস (বর্তমান পোলান্ড)-এ। ’৩৭ সালে শ্যুৎস্টাফেল বাহিনীতে যোগ দেন রোখুস। তবে তাঁর কথায়, “তখন হিটলারের পক্ষে কাজ করতে নয়, বরং বলশেভিজমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম।” ১৯৩৯ সালে গুরুতর আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন। সুস্থ হওয়ার পরে তাঁকে হিটলারের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করা হয়। সেই শুরু। তার পর থেকে হিটলার জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন রোখুস। তাঁর কাছে হিটলার ছিলেন “বস”। পরে এক সাক্ষাৎকারে রোখুস জানান, হিটলারকে কখনও কোনও মহামানব বা খুব ক্রুর মনে হয়নি। বরং খুব স্বাভাবিক ছিল হিটলারের আচরণ। রোখুস ধরা পড়েন সোভিয়েত বাহিনীর হাতে। ৯ বছর জেল হয়। তবে ইহুদি হত্যা নিয়ে প্রশ্ন করা হলে কখনও সরাসরি উত্তর দেননি তিনি। বলতেন, ইহুদি হত্যার বিষয়ে কিছুই জানতেন না তিনি।

বৃহত্তম আগ্নেয়গিরি
প্রশান্ত মহাসাগরের গভীরে খোঁজ মিলল একটি আগ্নেয়গিরির। নাম দিয়েছেন তামু মাসিফ। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এটি আবিষ্কার করেন। ফরাসি ভাষায় তামু মানে বৃহৎ। জার্নাল নেচার জিওসায়েন্স-এ এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, জাপানের পূর্ব দিকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে বৃহত্তম। শুধু তা-ই নয়, এটি সৌর জগতের অন্যতম বৃহৎ আগ্নেয়গিরি বলেও দাবি গবেষকদের। তাঁরা জানিয়েছেন, প্রায় ৩ লক্ষ ১০ স্কোয়ার কিলোমিটার চওড়া তামু আয়তনে ব্রিটেন ও আয়ার্ল্যান্ডকে মেলালে যত বড় হয় ঠিক ততটা। প্রায় ১৪ কোটি বছর আগে এর উৎপত্তি।

দুই প্রবাসী খুন
আততায়ীর গুলিতে খুন হলেন দুই মার্কিন প্রবাসী শিখ। তাঁদের নাম জগতার সিংহ ভাট্টি (৫৫) এবং পবনপ্রীত সিংহ (২০)। বৃহস্পতিবার ইন্ডিয়ানার এলকহার্ট শহরে জগতার সিংহের মুদিখানার দোকানে ঢুকে দু’জন মুখোশধারী তাঁকে ও তাঁর দোকানের কর্মী পবনপ্রীতকে খুন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নববর্ষের বার্তা
টুইটারে ইহুদিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোওহানি। নাৎসিরা যে ভাবে বহু ইহুদিকে মেরে ফেলেছিল, তার জন্য টুইটারে দুঃখপ্রকাশ করেন ইরানের বিদেশমন্ত্রীও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.