সড়ক মেরামতির শুরু না হওয়ায় ক্ষুব্ধ উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী ও বাস মালিকেরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটিতে একটি বৈঠকে বসেন তাঁরা। বিশ্বকর্মা পুজোর আগে যদি প্রতিশ্রুতি মত সড়ক মেরামত না হয় তাহলে তাঁরা অনির্দিষ্টকাল অবরোধে যাবেন বলে জানান। পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্স সম্পাদক জয়ন্ত সোম জানান, ইটাহার-ডালখোলা সড়ক বেহাল হয়ে রয়েছে। বিশ্বকর্মা পুজোর আগে কাজ শুরু করা না হলে অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধ হবে।
|
ধারাল অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল তাঁর কাকাতো ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় চাকুলিয়া থানার ভবানি এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রদীপ সিংহ (৩৫)। প্রদীপবাবুর ভাই কালু সিংহ জানান, দাদা ওই আত্মীয়দের কাছ থেকে ৪ হাজার টাকা ধার নিয়েছিল। টাকা চেয়ে গোলমালের জেরে দাদাকে খুন করা হয়েছে। প্রদীপবাবুর স্ত্রী রূপালি দেবী চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, টাকা পয়সার গোলমাল ছাড়াও খুনের পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
|
পরিত্যক্ত ব্যাগ ও বাক্সকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল কোচবিহারে। বৃহস্পতিবার ডিআই দফতর ও তুফানগঞ্জের মুগাভোগ বাজার লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এ দিন দুপুরে ওই দফতরের সিঁড়ির একপাশে ব্যাগ পড়ে থাকতে দেখেন কর্মীরা। ঘটনাটি চাউর হতেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে দফতরে। কর্মীদের অনেকে বাইরে বার হয়ে যান। পুলিশ ব্যাগ খুলে তার মধ্যে বক্স ভর্তি খাবার দেখতে পায়। অন্য দিকে তুফানগঞ্জ বাজার লাগোয়া এলাকাতেও বাক্স পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
|
হলদিবাড়ি-মেখলিগঞ্জে সেতু গড়তে খরচ হবে ৩১০ কোটি টাকা। বৃহস্পতিবার হলদিবাড়িপ্রান্তিক অতিথি নিবাসে কর্মীসভায় বিষয়টি জানান তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বলেন, “হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের সঙ্গে যোগাযোগ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।”
|
আশা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় দিগরা এলাকার ঘটনায়। ১৪ দিন জেল হাজত হয়েছে। |