|
|
|
|
মোর্চার সঙ্গে বৈঠকের জেরে সাসপেন্ড ছেত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বৈঠকে যোগ দেওয়ার অভিযোগে দার্জিলিং (পাহাড়) জেলা কংগ্রেস কমিটির সভাপতি কেবি ছেত্রী ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড হলেন। দলের নির্দেশ অমান্য করে মোর্চার বৈঠকে যোগ দেওয়ার জন্যই ছেত্রীকে সাসপেন্ড করা হয়েছে বলে আজ, বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন। তাঁর কথায়, “মোর্চা বাংলাকে ভাগ করতে চায়। তাদের সঙ্গে কংগ্রেস কি কখনও হাত মেলাতে পারে? ছেত্রীকে বার বার বলা হয়েছে মোচার সঙ্গে বৈঠকে কংগ্রেসের কেউ যেন না যায়। কিন্তু দলের নির্দেশ ছেত্রী না মানায় আমি বাধ্য হয়ে তাঁকে সাসপেন্ড করেছি।’’ আজ ছেত্রীকে সাসপেন্ড করার চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য।
অসুস্থ ছেত্রী এখন দিল্লিতে চিকিৎসার জন্য আছেন। তাঁর দাবি,“মোর্চার ডাকে সর্বদল বৈঠকে আমি গিয়েছিলাম ঠিকই। তবে, সেই কারণে আমার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা দল থেকে আমাকে এখনও জানানো হয়নি। দল থেকে এ ব্যাপারে আমাকে জানানোর পরেই বিষয়টি নিয়ে আমার যা বলার তা বলব।”
কংগ্রেস নেতৃত্ব তথা কেন্দ্র মোর্চাকে মদত দিচ্ছে বলে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের বিরোধিতা করেছেন কংগ্রেস নেতৃত্ব। এ দিন ছেত্রীকে সাসপেন্ড করে কংগ্রেস নেতৃত্ব বোঝাতে চাইলেন, তাঁরা কোনও ভাবেই মোর্চার সঙ্গে তলে তলে কোনও সমঝোতা করছেন না। |
|
|
|
|
|