মোটর সাইকেলে মিছিল নিষেধ পুরসভা নির্বাচনে |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পুরসভা নির্বাচনে বাইক মিছিল নিষিদ্ধ করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতি বার উত্তরবঙ্গের ৫টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। ওই বৈঠকেই বাইক মিছিল করতে অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বলেন, “পুরসভা নির্বাচনেও বাইক মিছিল নিষিদ্ধ থাকছে। ওই নির্দেশের কথা জেলাশাসক এবং পুলিশ সুপারদের জানিয়ে দেওয়া হয়েছে। বাইক মিছিলে অনুমতি চাইলেও কমিশন অনুমতি দেবে না। কারণ, বাইক মিছিলই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।” |
|
জলপাইগুড়িতে মীরা পাণ্ডে। |
সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও বাইক মিছিল নিষিদ্ধ করা হয়। তার পরেও বিভিন্ন এলাকায়ে থেকে নিষেধ ভেঙে বাইক মিছিল করার অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। তার পুনরাবৃত্তি কমিশন চাইছে না বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ৫টি পুরসভার ভোটে সব ভোটগ্রহণ কেন্দ্রকেই অতি স্পশর্কাতর ঘোষণা করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার বলেন, “পুরসভা নির্বাচনের ক্ষেত্রে সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে প্রস্তুতি শুরু হয়েছে। সব বুথকেই সমান চোখে দেখা হচ্ছে। নিরাপত্তা নিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, উত্তরবঙ্গের ৫টি পুরসভার ১৭০টি ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে। |
|