|
|
|
|
জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ চায় কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পৃথক জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ চেয়ে ফের আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। পৃথক পর্ষদের দাবির পাশাপাশি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করা, তিন নম্বর এবং চার নম্বর ঘুমটিতে উড়ালপুল তৈরি, পুর এলাকা সম্প্রসারণের দাবিতে পুজোর পরে শহর ব্লক কংগ্রেসের তরফে শহরের সব সরকারি অফিসের সামনে অবরোধ-অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের প্রস্তুতি হিসাবে সম্প্রতি পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে জেলাশাসক এবং পূর্ত দফতরে স্মারকলিপি দিয়েছে শহর ব্লক কংগ্রেস।
শহর ব্লক কংগ্রেসের সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “জলপাইগুড়ির জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি থেকে কংগ্রেস সরে আসেনি। আমরা ওই দাবিতে একাধিকবার স্মারকলিপি দিয়েছে। সম্প্রতিও জেলা প্রশাসনের কাছে লিখিত দাবি সনদ দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পদক্ষেপ করার অপেক্ষায় রয়েছি। আগামী একমাসের মধ্যে এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না হলে, আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।” প্রসঙ্গত রাজ্যে পরিবর্তনের পরে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড থেকে জলপাইগুড়ির বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান বাদ পড়ার পর থেকেই আন্দোলন শুরু করে কংগ্রেস। শহরের বিভিন্ন এলাকায় পথসভা থেকে সই সংগ্রহ করা হয়েছে। পিনাকীবাবু বলেন, “আন্দোলনের প্রথম ধাপে জলপাইগুড়ি শহরের বিভিন্ন সরকারি অফিসে অবরোধ এবং অবস্থান করা হবে। তাতেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা না হলে জেলাশাসকের দফতরে অবস্থান হবে।” জলপাইগুড়ি শহরের অসমমোড় থেকে থেকে পান্ডাপাড়া পার্কের মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের দাবিও জানানো হয়েছে কংগ্রেসের তরফে। পূর্ত দফতরের জলপাইগুড়ি বিভাগের নির্বাহী বাস্তুকার দীপক দেববর্মা বলেন, ওই রাস্তা সংস্কার করতে হলে কিছু বিদ্যুতের খুঁটি সরাতে হবে। সে বিষয়ে বৈঠক করতে পুরসভাকে অনুরোধ জানাব। |
|
|
|
|
|