ট্রেন থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার পুরুলিয়া-আদ্রা শাখার বেড়ো ও রামকানালি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেলপুলিশ জানিয়েছে, মৃত হারাধন বল (২০) জলপাইগুড়ি কোতোয়ালি থানার বেরুবাড়ির বাসিন্দা। তিনি চেন্নাইয়ে বেসরকারি সংস্থায় শ্রমিকের কাজ করতেন। চেন্নাই-গুয়াহটি এক্সপ্রেসে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন হারাধন। সংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকার সময়ে ট্রেনের ঝাঁকুনিতে নীচে পড়ে যান বলে হারাধনের বন্ধু বার্নপুর রেলপুলিশকে জানান। সেখান থেকে আদ্রার রেলপুলিশ খবর পেয়ে দুপুরের দিকে দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার পুরুলিয়া সদর হাসপাতালে ময়না-তদন্তের পরে দেহ নিয়ে বাড়ি ফিরেছেন হারাধনের আত্মীয়েরা।
|
পঞ্চায়েতে চুরি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সদর দরজা ও ভিতরের ঘরে আরও তিনটি দরজার তালা ভেঙে চুরি হয়ে গেল বিষ্ণুপুর থানার মড়ার পঞ্চায়েত অফিসে। বুধবার অফিস খুলতে গিয়ে ঘটনাটি নজরে আসে কর্মীদের। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাগর সাউকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাটি থানায় জানালে পুলিশ তদন্তে যায়। প্রধানের অভিযোগ, “কম্পিউটারের দু’টি সিপিইউ, একটি ইনভার্টার-সহ বেশ কিছু নথিপত্র চুরি গিয়েছে। ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে আমাদের অফিস। সেখানে এ ধরনের ঘটনা কী করে ঘটল বুঝতে পারছি না।”
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
তাম্রপত্র প্রাপ্ত বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামী রামকৃষ্ণ দাসের ১১২ তম জন্ম দিবস উপলক্ষে রামকৃষ্ণ দাস স্মৃতিরক্ষা কমিটি বুধবার বাঁকুড়ার রামপুর হরিসভায় একটি সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা। উদ্যোক্তা সংগঠনের অন্যতম সদস্য জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “রামকৃষ্ণ দাস আমাদের বাঁকুড়ার গর্ব। তাঁর জীবন ও আদর্শকে সমাজের সামনে তুলে ধরতেই এ দিন আলোচনা সভার আয়োজন করা হয়।” উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষজন।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতনায় মৌনী মিছিল করল বিজেপি। বুধবার সকালে বিজেপি-র রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার, জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী-সহ দলের কর্মীরা ছাতনায় ওই মিছিলের কর্মসূচি পালন করেন। বিজেপি-র অভিযোগ, ইউপিএ ২ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তাই এই আর্থিক বিপর্যয়ের মুখে দেশবাসী।
|
নিম্মচাপ সরতেই রাস্তার বেহাল অবস্থা বেরিয়ে এসেছে। পুরুলিয়া-কাশীপুর ভায়া লধুড়কা রাস্তা এখন পথচারীদের কাছে কার্যত দুর্গম হয়ে পড়েছে। জেলা সদর পুরুলিয়া ও কাশীপুরের মধ্যে যাতায়াতের এই একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। ক্ষুব্ধ বাসকর্মীরাও। তাঁরা জানান, এই রুটে দিনে ২০টি বাস চলে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “রাস্তাটি জেলা পরিষদের। ব্লক থেকে রাস্তাটি সংস্কারের জন্য জানানো হয়েছে।”
|
কৌশিকী অমাবস্যার রাতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকারে ডুবে রইল তারাপীঠ। বুধবার রাতে যার জেরে দুর্ভোগে পড়লেন পুণ্যার্থীরা।
|
মোটরবাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বাঁকুড়া মেডিক্যালের এক ছাত্রের। বুধবার গভীর রাতে বাঁকুড়ার প্রণবানন্দপল্লি এলাকার ঘটনা। মৃত ছাত্রের বাড়ি পটনায়। |