|
|
|
|
বাম সংগঠন ছেড়ে আইএনটিটিইউসিতে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিপর্যয় পিছু ছাড়ছে না বামেদের। পঞ্চায়েত নির্বাচনের ভরাডুবির পরে এ বার দলবদল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সিটু ছেড়ে আইএনটিটিইউসিতে যোগ দেন দেড়শো জন। সকলেই সিটুর মুটেমজদুর সংগঠনের সদস্য ছিলেন। দলবদল করা শ্রমিকদের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি জ্যোতি বেরা, সম্পাদক মানিক দোলুই।
একই ভাবে আইএনটিটিইউসিতে এসেছেন এলাকার ছোটগাড়ি ড্রাইভার অ্যাসোসিয়েশনের ৫০ জন সদস্যও। এই সংগঠনের এত দিন অনুমোদন ছিল না। সংগঠনের নেতা বাবুয়া শীট বলেন, “আমাদের মাথার ওপর ছাদ ছিল না। তাই সকলকে নিয়ে আইএনটিটিইউসিতে যোগ দিলাম।” মুটেমজদুর সংগঠনের জ্যোতিবাবু বলেন, “আমরা এত দিন নেতৃত্বের সাহায্য পাচ্ছিলাম না। তাই তৃণমূল শ্রমিক সংগঠনে কর্মীদের নিয়ে স্বেচ্ছায় যোগ দিলাম।”
সিপিএম নেতৃত্ব অবশ্য অন্য ব্যাখ্যা দিচ্ছেন। দলের জোনাল কমিটির সম্পাদক ভবানী গিরির বক্তব্য, “চাপের মুখে জ্যোতি বেরারা এ কথা বলছেন। তৃণমূলের সন্ত্রাসে ভয় পেয়েই কেউ কেউ দল বদল করছে।” ব্লক তৃণমূল সভাপতি জগদীশ দাসের অবশ্য দাবি, “আমরা কাউকে চাপ দিইনি। ৩৪ বছরে সিপিএমের অন্যায় আর পরিবর্তনের সরকারের স্বচ্ছ ভাবমূর্তি দেখেই নিজেদের ইচ্ছেয় সকলে আমাদের দলে এসেছে।” আজ, শুক্রবার দলবদল করা সকলকে নিয়ে এলাকায় র্যালি করবে আইএনটিটিইউসি। |
|
|
|
|
|