টুকরো খবর |
পড়শির বাড়িতে ঢুকে মারধর, ধৃত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পড়শির বাড়িতে ঢুকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল একজন। বৃহস্পতিবার দুপুরে দাঁতন থানার পুলিশ মনোহরপুর থেকে অর্জুন হেমব্রম নামে ওই অভিযুক্তকে ধরেছে। ধৃত ব্যক্তি বেজদার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে প্রতিবেশী শ্যামলাল হেমব্রম বাড়িতে ঢুকে মারধর ও স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। গত মঙ্গলবার রাতে লোডশেডিংয়ের সময় বাড়ির বাইরে অর্জুনকে ঘোরাঘুরি করতে দেখেন শ্যামলাল। অভিযোগ, শ্যামলালের বাড়িতে ঢুকে অর্জুন মারধর করেন, শ্যামলালের স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। বুধবার সন্ধ্যায় থানায় অভিযোগ জানান শ্যামলাল। বৃহস্পতিবার ফের শ্যামলালের বাড়িতে অর্জুন চড়াও হলে ঘটনাস্থল থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
|
পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিদের প্রশিক্ষণ শুরু হল বৃহস্পতিবার থেকে। শিবিরের সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। তিনি বলেন, “সৎ ও পরিচ্ছন্ন ভাবে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় উন্নয়ন পৌঁছে দিতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। কাজের মধ্যে দিয়ে তাঁদের সেই মর্যাদা রক্ষা করতে হবে।” জেলা প্রশিক্ষণ ভবনে এই প্রশিক্ষণ চলবে ৬ দিন। কী ভাবে পঞ্চায়েত সমিতির কাজ হয়, কী কী প্রকল্প রয়েছে, প্রকল্প রূপায়ণ করতে গেলে কোন পদ্ধতিতে এগোতে হবে, সে বিষয়ে একটি ধারণা দেওয়া হবে শিবিরে।
|
মারধর, ধৃত |
মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দাঁতন থানার পুলিশ মনোহরপুর থেকে অর্জুন হেমব্রম নামে এক ব্যক্তিকে ধরেছে। ধৃত ব্যক্তি বেজদার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধর ও স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন প্রতিবেশী শ্যামলাল হেমব্রম।
|
আবৃত্তি চর্চা |
‘শ্রুতিশৈলী’র উদ্যোগে মহাত্মা গাঁধী স্মৃতি বিজড়িত গাঁধী কুটিরে ভ্রাম্যমাণ আবৃত্তি চর্চা কেন্দ্রের সূচনা হল বৃহস্পতিবার। মহিষাদল গড়ের একটি ঘরে চলা শিশুশ্রমিক স্কুল ‘সন্দীপন পাঠশালা’ ও গাঁধী কুটির অনাথ আশ্রমের আবাসিকদের প্রশিক্ষণ দেয় সংস্থাটি। |
|