বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে হাওড়ার সাঁকরাইল ব্লকের জঙ্গলপুর এবং আড়গোড়ের বাসিন্দাদের। কারণ, বেহাল নিকাশির কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় এলাকা। তার উপরে রাস্তাঘাট ভাঙাচোরা। যাতায়াতে প্রাণান্ত হয় গ্রামবাসীর। এ বারেও এই পরিস্থিতি থেকে তাঁদের নিষ্কৃতি মেলেনি।
গ্রামবাসীদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনিক উদাসীনতার জন্যই ফি-বছর তাঁদের একই সমস্যায় পড়তে হচ্ছে।
ওই গ্রাম তিনটি আন্দুল পঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েত প্রধান সিপিএমের লতিকা আদক বলেন, “আমি জঙ্গলপুর এবং আড়গোড়ের জলমগ্ন এলাকা পরিদর্শন করে এসেছি। সদ্য বোর্ড গঠন হওয়ায় এখনও এই খাতে অর্থ বরাদ্দ হয়নি। এলাকার খাল-বিলগুলি সংস্কারের বিষয়ে আলোচনা চলছে।” |
সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার বলেন, “জঙ্গলপুর, আড়গোড়ের নিকাশির দুর্দশার কথা আমি জানি। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য আমি শীঘ্রই ব্যবস্থা নেব।”
গ্রামবাসীরা জানান, এখানে একবার জল জমলে তা নামতে বহু সময় লাগে। এলাকার নালা ও খালগুলি সংস্কারের অভাবে ভরাট হয়ে গিয়েছে। সেখানকার দূষিত জল এসে মিশছে জমা জলে। ছড়াচ্ছে দূষণ। জঙ্গলপুর থেকে আড়গোড় যাওয়ার রাস্তাটিও বেহাল। খানাখন্দে ভরা। বিপজ্জনক ভাবে ওই রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করতে হয়। বর্ষায় জল জমে সেই রাস্তা এখন আরও শোচনীয় হয়ে পড়েছে। জঙ্গলপুর গ্রামের বাসিন্দা বাবলু সর্দার বলেন, “বছর পনেরো আগে এতটা খারাপ অবস্থা ছিল না। বেআইনি ভাবে নিকাশি খাল বোজানোর ফলেই এখন এই দশা। ফলে প্রতি বছরই ভাসিয়ে দিচ্ছে।” |