টুকরো খবর
হলদিয়ায় বিদ্যুৎ কেন্দ্র সময় মতোই, আশা ইন্ডিয়া পাওয়ারের
রাজ্যের কাছ থেকে কয়লা ব্লক পাওয়ায় এ বার নির্দিষ্ট সময়ের মধ্যেই হলদিয়ায় বিদ্যুৎ কেন্দ্র চালু নিয়ে আশাবাদী ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন। সংস্থার কর্তারা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক চললে ২০১৪-র শেষে বা ২০১৫-র গোড়ায় ৪৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রটি গড়তে ২,৬৫০ কোটি টাকা লগ্নির কথা জানিয়েছিল পূর্বতন ডিপিএসসি। এই সংস্থারই নাম বদলে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন হচ্ছে বলে সম্প্রতি এক সভায় জানিয়েছে সংস্থা। সেখানেই হলদিয়ার প্রকল্প ঠিক সময়ে চালু হবে বলে আশা প্রকাশ করেন কর্তারা। সম্প্রতি রাজ্য বর্ধমানের জগন্নাথপুর (বি) ব্লকটি-র ২০% ইন্ডিয়া পাওয়ারকে দেয়। কয়লা ব্লক হাতে আসায় অনেকটাই নিশ্চিন্ত হলেও, যত দিন ওই ব্লক থেকে কয়লা না-মিলছে, তত দিন তা আমদানির কথাই ভাবছে সংস্থা। ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে চুক্তিও করেছে তারা। রঘুনাথপুরে প্রায় ৩,২০০ কোটি টাকা লগ্নি করে ৫৫০ মেগাওয়াটের আর একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ার কথা সংস্থার। এ জন্য প্রায় ৩০০ একর জমি প্রয়োজন হলেও সংস্থা এখনও পর্যন্ত অর্ধেক জমি কিনতে পেরেছে। সংস্থার চেয়ারম্যান হেমন্ত কানোরিয়ার আশা, বাকি জমি জোগাড় করতেও সমস্যা হবে না। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি রাজ্যে বণ্টন ব্যবসাও সম্প্রসারণ করতে চান তাঁরা। বর্ধমান, পুরুলিয়ার মতো জেলায় বরাত পেতে ইতিমধ্যেই রাজ্যের কাছে আর্জি জানিয়েছে সংস্থা।

মৎস্যবন্দরের উদ্বোধনে মন্ত্রী
পেটুয়াঘাট মৎস্যবন্দরে বরফকল, উন্মুক্ত নিলাম কেন্দ্র ও ফুয়েল পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৃহস্পতিবার সেই সঙ্গে মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করে তিনি বলেন, “এরপর দেশপ্রাণ মৎস্যবন্দরে মৎস্যজীবী ও ট্রলারের সংখ্যা বাড়বে।”

পেটুয়াঘাট মৎস্যবন্দরে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
এ ছাড়াও পেটুয়াঘাট ও খেজুরির উপকূলবর্তী অঞ্চলে আগামী দিনে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে উঠতে পারে বলে চন্দ্রনাথ সিংহ আশাপ্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন, “এই বন্দর আগামী দিনে শুধু রাজ্যের নয় দেশের অন্যতম মৎস্যবন্দর হিসেবে গড়ে উঠবে।” তিন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, রণজিৎ মণ্ডল, বনশ্রী মাইতি ছাড়াও রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুবেশ দাস, মৎস্য অধিকর্তা ভরত সাহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

পুরনো খবর:
ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া
জেট এয়ার এবং স্পাইসজেট-এর বুধবার ভাড়া বাড়ানোর পর বৃহস্পতিবার একই সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া (এআই)। পড়তি টাকার দাম ও চড়া জ্বালানি মূল্যের সঙ্গে যুঝতে যাত্রী ভাড়া বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। তবে এআই কর্তাদের যুক্তি, যাত্রী টানতে গত জুনে ১০ থেকে ১৫% কম ভাড়ার যে-সুবিধা আনা হয়েছিল, এ বার সেটাই পুরনো স্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। যার পিছনে দু’টি মূল কারণ, ডলারে টাকার দাম কমে যাওয়া ও বিমান জ্বালানি এটিএফের দাম এক লাফে কিলোলিটারে ৬.৯% বেড়ে রেকর্ড ছুঁয়ে ফেলা। গত কাল জেট ও স্পাইসজেট এই কারণেই যথাক্রমে ২৫% ও ৩০% ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.