অ্যাকাউন্ট খোলার ফর্ম দিতে দেরি করায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে হেনস্থার অভিযোগ উঠল কেতু্গ্রামে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কেতুগ্রামের মোরগ্রাম শাখার ম্যানেজার আর পাসোয়ান বলেন, “আমি স্থানীয় বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান ছাড়া কাউকে চিনি না। সে কারণে একটি সমস্যা হয়েছিল। পরে কেতুগ্রাম থানার আইসি আব্দুল গফ্ফর আসায় বিষয়টি মিটে গিয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরগ্রামে বাদশাহী রোডের উপরে এই ব্যাঙ্কের শাখায় কেতুগ্রাম ছাড়াও বীরভূমের লাভপুর-নানুর ও মুর্শিদাবাদের বড়ঞা থানার বেশ কয়েকটি গ্রামের মানুষ নির্ভরশীল। এ দিন সকালে কয়েকশো বাসিন্দা একশো দিনের কাজের জন্য অ্যাকাউন্ট খোলার ফর্ম নিতে যান। কিন্তু সেই ফর্ম পাওয়া যাবে না জেনে ম্যানেজারকে হেনস্থা করা হয়। ম্যানেজার সাত দিনের মধ্যে ফর্ম দেওয়ার আশ্বাস দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল সদস্য তপন কাজীর অভিযোগ, “বেরুগ্রামের তৃণমূল উপপ্রধানের নেতৃত্বে ওই ব্যাঙ্কের ম্যানেজারের উপরে হামলা হয়েছে।” ওই উপপ্রধান বাদশা শেখের অবশ্য বক্তব্য, “সরকারি নির্দেশ অনুযায়ী সমবায় ব্যাঙ্কে একশো দিনের অ্যাকাউন্ট আর রাখা যাবে না। তাই এলাকায় যাঁদের জব কার্ড রয়েছে তাঁরা ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে প্রায় পনেরো দিন ধরে যাচ্ছেন আর ফিরে আসছেন। সেই ক্ষোভে তাঁরা ব্যাঙ্ক ম্যানেজারকে হেনস্থা করে থাকতে পারেন। এর মধ্যে আমার কোনও ভূমিকাই নেই। ঘটনাস্থলেও ছিলাম না।” কাটোয়া মহকুমার এক পুলিশকর্তা বলেন, “একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি মিটে গিয়েছে।” |