শিক্ষক দিবসে নানা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন |
কালনায় আলোচনাসভা। —নিজস্ব চিত্র। |
শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত ১১৫ জন শিক্ষককে সংবর্ধনা দিল প্রাথমিক ও মাধ্যমিক জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক বিভাগ। বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে এই অনুষ্ঠান হয়। বিভিন্ন থানায় প্রায় ৩০০ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় বলে পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান। শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানও হয় বিভিন্ন স্কুলে। কালনার অ্যাকমে অ্যাকাডেমিতে একটি আলোচনাসভা হয়। কালনা পূর্ব চক্রের উদ্যোগে পুরশ্রী মঞ্চেও অনুষ্ঠান হয়। ছিলেন জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ, স্কুল পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। সাউ সরকার মোড়ে একটি সংস্থা কিছু শিক্ষককে সংবর্ধনা দেয়। কেতুগ্রামে রাজুর বান্ধব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের উদ্যোগে বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। প্রাক্তনেরা ২-০ গোলে জেতেন। |
রিপোর্ট তলব আদালতের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ট্রেনে ডাকাতি ও ধর্ষণে দুই অভিযুক্তের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট চাইল আদালত। তা পাওয়ার পরেই ফের শুনানি শুরু হবে। বৃহস্পতিবার এই মামলার শুনানির শুরুতে অভিযুক্ত ফরিদ শেখের আইনজীবী প্রসেনজিৎ সাহা ও কালাম শেখের আইনজীবী শেখ আসরফ আলি কাটোয়া ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারককে জানান, গত মঙ্গলবার আদালতে শুনানি শেষে বাড়ি ফেরার পথে তাঁদের দুই মক্কেল দুর্ঘটনায় মারা যান। ফরিদ বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা গ্রামের ও কালাম নানুর থানার পোষলা গ্রামে থাকতেন। ওই দুই আইনজীবী বলেন, “বিচারক বীরভূমের ওই দুই থানাকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে দু’জনের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট দিতে বলেছেন। তা আসা পরে ফের শুনানি প্রক্রিয়া শুরু হবে।” সাক্ষ্যের প্রথম দিন ধর্ষণের অভিযোগকারিণী যে তিন জনকে শনাক্ত করেন ফরিদ তাঁদের অন্যতম। |