টুকরো খবর
থানার সামনে মারপিট, গ্রেফতার ১০
মদ্যপান নিয়ে হাতাহাতি হয় দু’পক্ষের। অভিযোগ দায়ের করতে গিয়ে থানার সামনেও আর একবার মারপিট বাধে। পুলিশ উভয় পক্ষের ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুর্গাপুরের রাতুরিয়া এলাকায় কালী মন্দিরের পিছনে একদল যুবক মদ্যপান করছিল বলে অভিযোগ। কয়েকজন তাদের বাধা দিতে গেলে দু’পক্ষের বচসা বাধে। ক্রমে তা হাতাহাতিতে পৌঁছয়। এরপরে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করতে যায়। থানার সামনে তারা ফের মারপিট করে। গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করার পরে পুলিশ দু’দলের পাঁচ জন করে ১০ জনকে গ্রেফতার করে। একাংশ স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে নানা বিষয়ে অশান্তি লেগে রয়েছে। এ দিনের ঘটনাতেও তারাই জড়িয়ে ছিল। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

দুর্ঘটনায় জখম আসানসোলে
একটি পুলকারের সঙ্গে এক অ্যাম্বুলেন্সের মুখোমুখি ধাক্কায় জখম হয়েছেন আট পড়ুয়া-সহ দুই গাড়ির চালক। বৃহস্পতিবার আসানসোলের ঘটনা। পুলকারের ওই আট পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানোর দরকার পড়েনি। তবে দু’জন চালককে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ি দু’টিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন দুপুর আড়াইটে নাগাদ আসানসোল মহকুমা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সেনর্যালে রোড হয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। ওই সময়ে উল্টোদিক থেকে পুলিশ লাইনের দিকে যাচ্ছিল একটি পুলকার। আপকার গার্ডেনের কাছে ওই পুলকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি ধাক্কা লাগে। পুলকারটি রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা এসে পড়ুয়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ জেনেছে, অ্যাম্বুলেন্সটি হঠাৎ বাঁক নেওয়ার ফলে এই দুর্ঘটনা।

অপসারণের প্রতিবাদে মেয়রকে চিঠি
কংগ্রেসের এক মেয়র পারিষদকে অপসারণের প্রতিবাদে মেয়রকে যৌথ স্বাক্ষর করা চিঠি দিলেন কংগ্রেসের ১২ জন কাউন্সিলর। ওই ১২ জন কাউন্সিলর বৃহস্পতিবার এই চিঠি দিয়েছেন। আসানসোল পুরসভার কংগ্রেসের ওই মেয়র পারিষদ গোলাম সরওয়ারকে তাঁর পদ থেকে সরতে হয় গত ২৩ অগস্ট। ডেপুটি মেয়র, কংগ্রেসের পরিষদীয় নেতা অমরনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, তাঁরা এবং তৃণমূল যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়ে মেয়র পারিষদ-সহ নানা প্রশাসনিক পদে কাউন্সিলরদের বসিয়েছেন। সেই জন্য তাঁদের না জানিয়ে বা আলোচনা না করে মেয়রের এই সিদ্ধান্তে তাঁরা একমত নন এবং এই সিদ্ধান্ত মানেন না। অমরনাথ বাবু বলেন, “আমরা মেয়রকে বলেছি পুরসভার কাজকর্ম নিষ্কণ্টকভাবে চালাতে হলে মেয়র এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। সাত দিনের মধ্যে জানান।” তাপসবাবু জানান, দলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

চুরিতে ধৃত পাঁচ
বিভিন্ন জেলা থেকে মোটরবাইক চুরি চক্রে যুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ১০টি মোটর বাইকও। কোকওভেন থানার ওসি অরূপ সরকার জানান, ধৃতদের তিনজনকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার ও তিন রাউন্ড গুলি মেলে।

বেতনের দাবি
সরকার নির্ধারিত বেতন, চিকিৎসার সুযোগ, সবেতন ছুটি ও পিএফ চালু করার দাবিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। বৃহস্পতিবার জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায় সিটুর নেতৃত্বে তাঁরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে কারখানা কর্তৃপক্ষকে একটি দাবিপত্রও দেন তাঁরা। কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

অবরোধ দেন্দুয়ায়
সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সালানপুরের দেন্দুয়া মোড়ে প্রায় তিন ঘণ্টা চিত্তরঞ্জন রোড অবরোধ করা হয়। অভিযোগ, খারাপ রাস্তার জন্য বাড়ছে দুর্ঘটনা। এ দিন সকালেও একটি যাত্রীবোঝাই বাস উল্টে যেতে যেতে রক্ষা পায়। এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান। পূর্ত দফতরের কর্তারা গিয়ে মেরামতির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

কোথায় কী

দুর্গাপুর

রবীন্দ্র সঙ্গীত ও বাংলা গানের একক অনুষ্ঠান। বিধান ভবন। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: রম্যবীনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.