সুপার ডিভিশন ফুটবলে সাই ট্রেনিং সেন্টার ২-১ গোলে হারিয়েছে শিবাজি সঙ্ঘকে। সাইয়ের পক্ষে সোনা সর্দার (২) ও শিবাজির পক্ষে উত্তম হাঁসদা গোল করেন। প্রথম ডিভিশন ফুটবলে বিদ্যাসাগর স্মৃতি সঙ্ঘ ও কালীতলা অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। দ্বিতীয় ডিভিশন ফুটবলে উদয় সঙ্ঘ ২-০ গোলে হারিয়েছে বেগুট মিলন সঙ্ঘকে। দু’টি গোলই করেন শেখ মজিদ। তৃতীয় ডিভিশন ফুটবলে অগ্রদূত সঙ্ঘ ৩-১ গোলে হারিয়েছে রতন স্মৃতি সঙ্ঘকে। এই জয়ের ফলে অগ্রদূত লিগে সবচেয়ে এগিয়ে রইল। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে বৃহস্পতিবার অআকখ মাঠে দুর্গাপুর ব্লুস্টার ক্লাব ৫-০ গোলে মর্ডান বয়েজকে হারায়। দুটি করে গোল করেন তুষার বেসরা ও সঞ্জীব সোরেন। দেবাশিস টুডু একটি গোল করেন। এএসপির মাঠে এ দিন ভুতবাংলা এসকেএএমজি ৬-০ গোলে পলাশডিহা যুবগোষ্ঠীকে হারায়। লক্ষ্মী হেমব্রম তিনটি, বুদন মুর্মু দুটি ও মঙ্গল মুর্মু একটি করে গোল করেন। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার গ্যামন ব্রিজ মাঠের খেলা অমীমাংসিত রইল। এ দিন ভারতী ভলিবল ক্লাব ও নবারুণ এসির খেলায় কোনও দলই গোল করতে পারেনি। |
চিঁচুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত নেতাজি চ্যালেঞ্জ ফুটবলে বৃহস্পতিবার জিতল মেমারি একাদশ। অরবিন্দ সঙ্ঘ, চিত্তরঞ্জনকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় তারা। |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জিতল বিবেকানন্দ এসএ। আসানসোল স্টেডিয়ামে তারা লোহারপাড়া দেশবন্ধু ক্লাবকে ৫-০ গোলে হারায়। |
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবলে বৃহস্পতিবার জয়ী হল আয়োজক সংস্থা। টিএমসি মাঠে তারা মিলন সঙ্ঘকে ৩-১ গোলে হারায়। |
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবলে বৃহস্পতিবার জিতল হরিহর গাঁওতা। শিল্পী সঙ্ঘ মাঠে তারা পুরুষোত্তমপুর মহারুদ্র ক্লাবকে ২-০ গোলে হারায়। |
জামগ্রাম মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত রইল। এ দিন শ্যামাপুর একাদশ বুলেট ও সামডি সবুজ সঙ্ঘ দু’দলই একটা করে গোল করে। |
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল রামনগর কৃষক আদিবাসী। বৃহস্পতিবার রামসায়ের মাঠে তারা রঘুনাথপুর আদিবাসীকে ৬-১ গোলে হারায়। |