|
|
|
|
পিছিয়ে গেল ঘরে অ্যান্ড বাইরে |
‘তাসের দেশ’-এর বক্স অফিস পরিণতি দেখে পিছিয়ে গেলেন মৈনাক ভৌমিক। জানল শুধু আনন্দplus |
খুব ধুমধাম করে আনন্দplus-এর পাতাতেই এক্সক্লুসিভ খবর বেরিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’র রিমেক করতে চলেছেন মৈনাক ভৌমিক।
ছবিতে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিকের। শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে।
কিন্তু বক্স অফিসে কিউয়ের ‘তাসের দেশ’ যে ভাবে মুখ থুবড়ে পড়েছে, সেই কারণেই প্রযোজক রানা সরকার ও পরিচালক মৈনাক ছবির শ্যুটিং
পিছিয়ে দিয়েছেন। “‘তাসের দেশ’ বক্স অফিসে যে রকম ডিজ্যাস্টার হয়েছে, তার পরে রবীন্দ্রনাথের কোনও গল্প নিয়ে রিমেক করার আগে আরও বেশি করে পড়াশোনা করা দরকার। আমরা ‘ঘরে অ্যান্ড বাইরে’র শ্যুটিং তাই পিছিয়ে দিয়েছি। দু’জন রিসার্চ স্কলারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, যাঁরা আমাদের স্ক্রিপ্ট-এ সাহায্য করবেন। তার আগে ছবি শুরু করছি না,” বলছেন রানা সরকার।
মৈনাক ভৌমিকও এক প্রকার খুশি যে ছবিটা পিছনো হচ্ছে।
|
বিস্তারিত দেখতে ক্লিক করুন... |
“রবীন্দ্রনাথকে নিয়ে কোনও ইয়ার্কি-ফাজলামি বাঙালি সহ্য করবে না, ‘তাসের দেশ’ সেটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে। পুরো রিসার্চ না করে তাই ‘ঘরে বাইরে’র রিমেক আমরা করতে চাইছি না,” বলেন মৈনাক।
পরিস্থিতি যা, ডেট যেহেতু দিয়ে ফেলেছেন পরম, কোয়েল এবং আবির, এখন তাঁদের নিয়ে অন্য একটি ছবির পরিকল্পনা চলছে পাশাপাশি।
সেই খবর জানতেও চোখ রাখুন আনন্দplus-এর পাতায়। |
|
|
|
|
|