নিকি স্যান্ডি অ্যান্ড বিমলা

সাল ১৯৮৪। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সত্যজিৎ রায় বানালেন ‘ঘরে বাইরে’।
সাল ২০১৩, মৈনাক ভৌমিক বানাচ্ছেন এই সময়ের ‘ঘরে বাইরে’। ছবির নাম ‘ঘরে অ্যান্ড বাইরে’।
ছবির প্রথম চমক যদি এটা হয়, তা হলে দ্বিতীয় চমক অবশ্যই কাস্টিং। এই ‘ঘরে অ্যান্ড বাইরে’তে পরম আর আবিরের পাশাপাশি এই প্রথম মৈনাকের ছবিতে দেখা যাবে কোয়েল মল্লিককে।
ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার।
পরিচালক মৈনাক জানাচ্ছেন, নিখিলেশের চরিত্রে অভিনয় করবেন আবির এবং সন্দীপের চরিত্রে থাকবেন পরম।
“যেহেতু ২০১৩-র গল্প, তাই নিখিলেশের নাম আমরা রেখেছি নিকি এবং সন্দীপের স্যান্ডি। কোয়েলের চরিত্রটির নাম অবশ্য বিমলাই থাকছে। আর কাস্টিং হিসেবে আবির আর পরম একেবারেই পারফেক্ট। বাস্তব জীবনেও আবির ফ্যামিলি ওরিয়েন্টেড, সেটেলড। অন্য দিকে পরম কিন্তু সন্দীপের মতো একটু বোহেমিয়ান,” শুক্রবার সকালে সাদার্ন অ্যাভেনিউয়ের কাফেতে বসে বলছিলেন পরিচালক।
২০১৩ সালের মৈনাক ভৌমিকের ‘ঘরে অ্যান্ড বাইরে’-এর চরিত্রে

১৯৮৪ সালের সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-এর চরিত্রে



আর কোয়েল?
এর আগে তো পরপর চারটে ছবিতে স্বস্তিকার সঙ্গে কাজ করলেন। তা হলে হঠাৎ কোয়েল?
“দেখুন, ‘ঘরে বাইরে’ রবীন্দ্রনাথের উপন্যাস। সেখানে বিমলার চরিত্রে ভিক্টোরিয়ান এটিকেটের একটা ব্যাপার আছে। সেটা আজকালকার সব হিরোইনদের থেকে বেশি রয়েছে কোয়েলের মধ্যেই,” বলছেন মৈনাক।
কোয়েলকে যে নিয়েছেন সেটা স্বস্তিকাকে জানিয়েছেন?
“না, এখনও জানানো হয়নি,” হেসে বলছেন পরিচালক।
কোয়েল মল্লিকও বিমলার চরিত্রে অভিনয় করবার জন্য পড়াশুনো শুরু করে দিয়েছেন।
“হ্যাঁ, পড়াশুনো তো চলছেই। বিমলার চরিত্রটা একই সঙ্গে মডার্ন এবং কনজারভেটিভ। সেটাই আমার কাছে ফ্যাসিনেটিং,” বলছিলেন কোয়েল।
ছবিতে নিখিলেশ ও সন্দীপের চরিত্রে অভিনয় করা নিয়ে এক্সাইটেড পরম এবং আবির।
“দেখুন, আগের ‘ঘরে বাইরে’ এখানে জাস্ট রেফারেন্স হিসেবে থাকবে। মৈনাক গল্পটাকে আজকের দিনের মতো ইন্টারপ্রিট করেছে আর মৈনাকের ছবি বলে একটা স্মার্টনেস থাকবেই। আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট ফিল্ম,” বলছেন আবির।
পরমও একই রকম উত্তেজিত ছবিটি নিয়ে। “ভীষণ এক্সাইটেড লাগছে। প্রথমত রবীন্দ্রনাথ, তার উপর সত্যজিৎ রায়। আর যেহেতু সন্দীপের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, সেটাও আমার কাছে চ্যালেঞ্জ তো বটেই,” হায়দরাবাদ থেকে জানালেন পরম।

ছবির সঙ্গীত পরিচালক রূপম ইসলাম
সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’তে চুমুর দৃশ্য নিয়ে প্রচুর কথা হয়েছিল। ২০১৩-র ‘ঘরে অ্যান্ড বাইরে’তেও কী চুমুর দৃশ্য থাকবে?
“সেটা আমরা এখনও ঠিক করিনি,” স্পষ্ট বলছেন মৈনাক।
এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন রূপম ইসলাম। থাকছে আটটি রবীন্দ্রসঙ্গীত।
“‘ঘরে অ্যান্ড বাইরে’তে গানগুলো আমরা এক একটা অধ্যায়ের সূত্রধর হিসেবে ব্যবহার করব। সেটা নিয়ে নিয়মিত মিটিংও চলছে রূপমের সঙ্গে,” জানাচ্ছেন মৈনাক।
শ্যুটিং শুরু হবে ডিসেম্বর মাসে।
আর ছবির মুক্তি?
“সেটাও ফিক্সড। ছবি মুক্তি পাবে পরের বছর পঁচিশে বৈশাখ,” জানাচ্ছেন প্রযোজক রানা সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.