এসএনসিইউ-য়ে শয্যা বাড়ছে পুরুলিয়া সদরে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
নবজাতকদের পরিচর্যা কেন্দ্রের শয্যা বাড়তে চলেছে পুরুলিয়া সদর হাসপাতালে। একদা রাজ্যে মডেল হিসেবে শুরু করা এই এসএনসিইউ (সিক নিউ বর্ন কেয়ার ইউনিট) কেন্দ্রে বর্তমানে ১৮টি শয্যা রয়েছে। এই সংখ্যায় শয্যা থাকলেও কেন্দ্রটির উপরে চাপ অত্যন্ত বেশি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, “চাপ বেশি থাকায় সদ্যোজাত শিশুর পরিচর্যা কেন্দ্রের শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অক্টোবর থেকেই যাতে ৩২ শয্যা-সহ এই কেন্দ্র চালু করা যায়, সেই লক্ষ্যেই মঙ্গলবার জেলা স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হয়। বৈঠকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টর সঙ্ঘমিত্রা ঘোষ উপস্থিত ছিলেন। মানবেন্দ্রবাবুর কথায়, “পরের মাসেই আমরা ৩২ শয্যা বিশিষ্ট এই কেন্দ্র চালু করতে পারব। বর্তমানে যেখানে নবজাতকদের পরিচর্যা কেন্দ্র রয়েছে, সেটিরও সংস্কার করা হবে। সেখানে ১৮টি শয্যা থাকবে। পুরনো কেন্দ্রটির সংস্কার করা হয়ে গেলে মোট ৫০টি শয্যা নবজাতকদের জন্য বরাদ্দ থাকবে।” এই কেন্দ্রে ভর্তি থাকা অবস্থায় যে সমস্ত শিশু তুলনামূলক ভাবে সুস্থ হয়ে ওঠে অথচ যাদের সাধারণ ওয়ার্ডে রাখা যায় না, সেই সমস্ত শিশুর জন্য ২২ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড খোলা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। জেলার ১৮টি ব্লকে এসএনএসইউ (সিক নিউ বর্ন স্টেবিলাইজেশন ইউনিট) এবং জেলা সদর হাসপাতালে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) চালু করার সিদ্ধান্তও হয়েছে মঙ্গলবারের বৈঠকে।
|
গড়বেতায় ডায়েরিয়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে গড়বেতা ১ ব্লকের বড়মুড়ার কীর্তনবাড় গ্রামে। ২১ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৯ জন গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন। জেলা স্বাস্থ্য দফতরের একটি দল বুধবার গ্রামে যায়। প্রাথমিক ভাবে অনুমান, দূষিত পুকুরের জল ব্যবহারের ফলেই ডায়েরিয়া ছড়িয়েছে।
|
ফের মিড-ডে মিল খেয়ে অসুস্থ |
ফের মিড-ডে মিল খেয়ে অসুস্থ একশোর-ও বেশি পড়ুয়া। বুধবার উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার আগোরি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা দুপুরের খাবারে পায়েস খেয়েই বমি করতে থাকে বলে জানিয়েছেন জেলা শাসক চন্দ্রপ্রকাশ তিওয়ারি। সঙ্গে তীব্র পেটে ব্যথা। স্কুলেই প্রাথমিক চিকিৎসা শুরু করলেও, ১৮ জনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ওই পায়েসের নমুনা এবং রান্নার বাসন পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে, বুধবারই ছত্তীসগঢ়ে রায়পুরের একটি স্কুলের মিড-ডে মিলে মরা কাঁকড়াবিছে পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ওই খাবার খাওয়ার পরেই ১৮ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাদের।
|
অজানা জ্বরের প্রকোপ ছড়িয়েছে জামবনির গিধনিতে। আক্রান্ত ৫ জন। এলাকায় ডেঙ্গির আতঙ্ক ছড়ায়। তবে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, রক্ত পরীক্ষায় ডেঙ্গির প্রমাণ মেলেনি। বুধবার জেলা থেকে একটি দল এলাকায় গিয়েছিল। তারা আক্রান্তদের সঙ্গে দেখা করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরার কাছে প্রাথমিক একটি রিপোর্টও দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৫ জন জ্বরেই আক্রান্ত হয়েছেন।
|