ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলায় একজনকে ধরলেও ঘটনার কিনারা পুলিশ এখনও করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তদন্তে পুলিশের এখন ভরসা ধর্ষিতা তরুণীই। তাঁর বয়ানের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে তদন্তকারী অফিসারদের। পুলিশ সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ওই কিশোরীর স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। তাঁর বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। গলা টিপে শ্বাসরোধ করে খুন করার চেষ্টায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মাঝেমধ্যে চোখ খুললেও কথা বলতে পারছেন না। বিষয়টি নিয়ে ডুয়ার্সের বানারহাট এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ অবশ্য ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া সিরাজ আনসারি একাই পুরো ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে। জলাপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত করে সব কিছুই দেখা হচ্ছে। সিরাজই মূল অভিযুক্ত বলে আমাদের মনে হচ্ছে। তদন্ত ঘটনাস্থলে আর কারও থাকার তথ্য প্রমাণ এখনও মেলেনি। প্রয়োজনে ধৃতকে হেফাজতে নেওয়া হবে।” তবে ধৃতকে হেফাজতে না নেওয়া নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী অফিসারদের অবশ্য বক্তব্য, আশা করা হয়েছিল তরুণী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। সেখানে জেল হেফাজতে থাকা ধৃতকে ‘টিআই প্যারেড’ সনাক্ত করবেন। পুলিশ সিরাজ আনসারিকে একমাত্র অভিযুক্ত বললেও এলাকার বাসিন্দারা অবশ্য একাধিক ব্যক্তি জড়িত থাকার অনুমান করছেন।
|
ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলায় একজনকে ধরলেও ঘটনার কিনারা পুলিশ এখনও করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তদন্তে পুলিশের এখন ভরসা ধর্ষিতা তরুণীই। তাঁর বয়ানের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে তদন্তকারী অফিসারদের। পুলিশ সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ওই কিশোরীর স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। তাঁর বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। গলা টিপে শ্বাসরোধ করে খুন করার চেষ্টায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মাঝেমধ্যে চোখ খুললেও কথা বলতে পারছেন না। বিষয়টি নিয়ে ডুয়ার্সের বানারহাট এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ অবশ্য ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া সিরাজ আনসারি একাই পুরো ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে। জলাপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত করে সব কিছুই দেখা হচ্ছে। সিরাজই মূল অভিযুক্ত বলে আমাদের মনে হচ্ছে। তদন্ত ঘটনাস্থলে আর কারও থাকার তথ্য প্রমাণ মেলেনি। প্রয়োজনে ধৃতকে হেফাজতে নেওয়া হবে।” তবে ধৃতকে হেফাজতে না নেওয়া নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী অফিসারদের বক্তব্য, আশা করা হয়েছিল তরুণী কয়েকদিনের মধ্যে সুস্থ হবেন। সেখানে জেল হেফাজতে থাকা ধৃতকে ‘টিআই প্যারেডে’ সনাক্ত করবেন। পুলিশ সিরাজকে একমাত্র অভিযুক্ত বললেও বাসিন্দারা একাধিক ব্যক্তি জড়িত থাকার অনুমান করছেন।
|
লাটাগুড়ির মহালক্ষ্মী কলোনি এলাকায় কামিনীঝোরার উপরে জলপাইগুড়ি জেলা পরিষদের তৈরি ৬৫ ফুট লম্বা এই সেতুটি এ বছরের ২৩ মার্চ ভেঙে পড়ে। সেই সময়ে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হিউম পাইপ বসিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও বর্ষায় ঝোরার জলের তোড়ে সে-সবও ভেসে গিয়েছে। ফলে ঝুঁকি নিয়েও অস্থায়ী ভাবে তৈরি বাঁশের বেড়ার উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন দুই পারের বাসিন্দারা। |