তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ গোপাল গোপাল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি কৃষ্ণনগরের ভীমপুর-পালপাড়া এলাকায়। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই যুবককে ভীমপুর বাজারে তৃণমূলের কৃষ্ণনগর-১ ব্লক সভাপতি শৈলেন ঘোষকে আগ্নেয়াস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে অভিযোগ। শৈলেনবাবুর দাবি, “আমি বাজারে দাঁড়িয়েছিলাম। কংগ্রেসের সক্রিয় কর্মী গোপাল সেই সময় আমার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাকে জাপটে ধরায় আমি রক্ষা পাই। হট্টগোলের মধ্যে গোপালের দুই শাগরেদ চম্পট দেয়।” গোপালকে ধরে স্থানীয় লোকজন মারধরে করে। তারপর তাকে তৃণমূলের দলীয় কার্যালয়ে পুরে দেওয়া হয়। খানিকপরে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। জেলা কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা বলেন, “পুরোটাই সাজানো গল্প। গোপালের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। তৃণমূলের লোকজন আমাদের কর্মীর পকেটে আগ্নেয়াস্ত্র পুরে দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।” জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “ধৃত যুবকের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।” |
বুধবার সকালে বাড়ির কাছেই একটি আমবাগানে মিলল নবম শ্রেণির ছাত্র দেলওয়ার হোসেনের (১৪) দেহ। সমশেরগঞ্জের যাদবনগরের ওই ছাত্রকে চোখ উপড়ে, কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার দূর সম্পর্কের চার আত্মীয়কে আটক করলেও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। |