টুকরো খবর
খড়গপুরে নতুন ওয়েবসাইট প্রশাসনের
খড়্গপুর মহকুমার তথ্য সমৃদ্ধ সরকারি ওয়েবসাইটের উদ্বোধন হল বুধবার। এ দিন খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলাশাসক গুলাম আলি আনসারি। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সৌম্য হালদার, মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। এ দিন বিকেল সাড়ে চারটেয় এই ওয়েবসাইটটি সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে মহকুমার প্রশাসন, হাসপাতাল, পর্যটন, ফর্ম-সহ যাবতীয় তথ্য মিলবে বলে দাবি প্রশাসনের। এর জন্য ইন্টারনেট ব্যবহারকারীকে www.sdokharagpur.in এ লগ-ইন করতে হবে। পশ্চিম মেদিনীপুরের এই মহকুমাতেই প্রথম সরকারি ওয়েবসাইট চালু হয়েছে। একটি বেসরকারি সংস্থা এই ওয়েবসাইটি ডিজাইন করেছে। তারাই এক বছর আপলোড-সহ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করবে। জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মহকুমার যাবতীয় তথ্য সাধারণ মানুষের অনেক কাজে লাগবে।

বাস ও লরির সংঘর্ষে আহত
জাতীয় সড়কে লরি-বাসের সংঘর্ষে জখম হলেন ১৯ জন বাসযাত্রী। বুধবার দুর্ঘটনাটি ঘটে নারায়ণগড়ে পোক্তাপোলের কাছে। ৬০ নম্বর জাতীয় সড়কে একটি বাসের বাঁ-দিকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। জখম ৪ জনকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহম্মদপুরের ধীরেন পাত্র ও করণডিহির অমলকুমার মাইতিকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। নারায়ণগড় থেকে বেলদাগামী লরিটি দ্রুত গতিতে যাচ্ছিল। তখন রায়পুর থেকে মন্দারমণিগামী বাসটি খড়্গপুর থেকে আসছিল রাজ্য সড়ক ধরে। বাসটি পোক্তাপোলের কাছে রাজ্য সড়ক ছেড়ে জাতীয় সড়কে ওঠার সময় বাসের দরজার দিকে ধাক্কা মারে লরিটি। পুলিশ লরি ও বাসটিকে আটক করলেও চালকেরা পলাতক।

হেনস্থার শিকার পঞ্চায়েত সদস্য
গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে গিয়ে হেনস্থার শিকার হলেন সিপিআইয়ের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য। বুধবার দুপুরে শালবনির জাড়ায় ঘটনাটি ঘটে। পঞ্চায়েতটিতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানার অভিযোগ, “শক্তি মাহাতো নামে আমাদের এক পঞ্চায়েত সদস্য এ দিন ওই অফিসে ঢোকার সময় তাঁকে বাধা দেওয়া হয়। তাঁকে হেনস্থাও করা হয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, “ওই এলাকায় আমাদের বিজয় মিছিল ছিল। এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই।”

ভোট সচেতনতায় স্কুলে অঙ্কন
আজ, বৃহস্পতিবার শিক্ষক দিবসে স্কুলে স্কুলে অঙ্কন প্রতিযোগিতা হবে। নির্বাচন কমিশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন। বিষয়, ‘আওয়ার পোলিং স্টেশন’। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৫ থেকে ১৭ বছরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্কুলে ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরষ্কৃত করা হবে। তারপর ব্লক ভিত্তিক তিন জনকে পুরষ্কৃত করা হবে। জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় জানান, জেলা স্তরের সফলদের পুরস্কৃত করা হবে ২৫ জানুয়ারি, জাতীয় ভোটার দিবসে। ভোটার হওয়ার আগেই একজন ছাত্রের মধ্যে ভোট সচেতনতা জাগাতে এই আয়োজন।

প্রতিষ্ঠা দিবস
বঙ্গীয় সাহিত্য পরিষদের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করা হল মেদিনীপুরে। এই উপলক্ষে মঙ্গলবার শহরের বিদ্যাসাগর হল চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি মেদিনীপুর শাখার হরিপদ মণ্ডল, অনুত্তম ভট্টাচার্য প্রমুখ। ওই অনুষ্ঠানের সঙ্গেই পরিষদের উদ্যোগে আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপন করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.