বুধবার সকাল সাড়ে দশটা। ব্যস্ত ধর্মতলা মোড়ে ঘুরে বেড়াচ্ছিল একটি ‘গোল্ডেন রিট্রিভার’। গায়ে দগদগে ক্ষত। তাকে দেখেও সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। ব্যতিক্রম, কর্তব্যরত এক ট্রাফিক-কর্মী। প্রথম থেকেই কুকুরটির উপরে নজর রাখছিলেন তিনি। ভেবেছিলেন, তার মালিক হয়তো কেনাকাটা করতে কোনও দোকানে ঢুকেছেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এক সময়ে ফুটপাথে বসে পড়ে কুকুরটি। ঝিমোতে থাকে। তা লক্ষ করে ছুটে যান ওই ট্রাফিক-কর্মী। ডাকেন সহকর্মীদেরও। তাঁরা দেখেন, কুকুরটির শরীরে বড়সড় ক্ষত। অনেক চেষ্টা করেও মালিকের খোঁজ না মেলায় শেষে টালিগঞ্জের একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংস্থায় খবর দেন ওই পুলিশকর্মীরা। কুকুরটিকে চাঙ্গা করতে খাওয়ানো হয় বিস্কুট ও জল। পরে ওই সংস্থার লোকজন এসে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যায় কুকুরটিকে।
|
হাতির হানায় মৃত্যু হল এক মহিলা ও তাঁর সন্তানের। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে হাজারিবাগের চালকুসা ব্লকে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গুলশন খাতুন (৩০) ও সানোয়ার (৫)। বন দফতরের সূত্রে জানা গিয়েছে, চালকুসার কেন্দুয়া গ্রামটি জঙ্গলের লাগোয়া। গত রাতে জঙ্গল থেকে হাতির একটি দল বেরিয়ে ছিল। ঘটনাচক্রে একটি হাতি ওই গ্রামে ঢুকে পড়ে। ঘরের বাইরে ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন। হাতিটি সেই সময় তাদের পায়ের তলায় পিষে দেয়। |