মহিলাকে ‘ধর্ষণের’ ঘটনায় ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা |
তিলজলা থানা এলাকায় মহিলাকে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে, ওই এলাকার সেলিম মাঠ থেকে। ধৃতের নাম মহম্মদ সাবির ওরফে লালবাবু। এই নিয়ে ওই ঘটনায় দু’জন গ্রেফতার হল। এক অভিযুক্ত পেটকাটা বিনোদ মঙ্গলবারই গ্রেফতার হয়েছিল। এফআইআর-এ নাম থাকা তৃতীয় অভিযুক্ত এখনও ফেরার। তার খোঁজ চলছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এলাকায় সন্ত্রাস ছড়ানোর বহু অভিযোগ রয়েছে পেটকাটা বিনোদ এবং লালবাবুর বিরুদ্ধে। গত বছর এলাকায় গুলি চালানোর অপরাধে লালবাবুকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই ঘটনায় হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পায় সে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বুধবার বলেন, “হাইকোর্টের শর্ত অনুয়াযী লালবাবুর এলাকায় ঢোকা বারণ ছিল। তার পরেও কী ভাবে সে এলাকায় ঘোরাফেরা করছিল, তা নিয়ে হাইকোর্টে রিপোর্ট চেয়েছে।” |
আইনজীবীদের বসার পর্যাপ্ত জায়গা নেই। আলো, পাখা থেকে পরিকাঠামোর নানা সমস্যা নিয়ে দীর্ঘ দিন সরব বিধাননগর এসিজেএম আদালতের আইনজীবীরা। সল্টলেকের ডিজে ব্লকের একটি প্লটে আদালতের নিজস্ব ভবন নির্মাণ আজও শুরু হয়নি। বুধবার এসিজেএম আদালত পরিদর্শনে যান আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধাননগর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও করেন। ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত-সহ আইন ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকেরা। বিধাননগর বার অ্যাসোসিয়েশনের সভাপতি পাঞ্চালী বসুর অভিযোগ, আদালতের বরাদ্দ জায়গা পুরোপুরি তাঁরা ব্যবহার করতে পারছেন না। বেহাল পরিকাঠামোর কথাও তাঁরা বলেন। চন্দ্রিমাদেবী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌম্যজিৎ রাহা বলেন, “আশা করছি দ্রুত পদক্ষেপ করবে রাজ্য সরকার।” |
অস্ত্র ঝাড়ফুঁক, পুজোপাঠ। তাতেই নাকি ভাড়াটে উচ্ছেদ পর্যন্ত হরেক কিসিমের মুশকিল আসান! মানানসই কাঞ্চনমূল্য লাগবে অবশ্য। এই ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ‘ম্যাজিক বাবা’ ওরফে রোশন আনসারি। আদতে ফরিদাবাদের বাসিন্দা রোশনের অফিস ও বাসাবাড়ি এখন কলকাতার চারুচন্দ্র ইস্ট এলাকায়। পুলিশ জানায়, প্রণব চট্টোপাধ্যায় নামে বড়বাজারের সরকার লেনের এক বাসিন্দা বাড়ি থেকে ভাড়াটে তোলার জন্য ম্যাজিক বাবার দ্বারস্থ হন। পুজো, ঝাড়ফুঁক করে ভাড়াটে হটানোর আশ্বাস দিয়ে ম্যাজিক বাবা কয়েক মাস ধরে প্রণববাবুর কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা নেন বলে অভিযোগ। কিন্তু ভাড়াটে আছেন বহাল তবিয়তেই। প্রণববাবু থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ম্যাজিক বাবার বিরুদ্ধে। |
ভ্যাট থেকে মিলল কয়েক রাউন্ড গুলি। বুধবার, সল্টলেকের এফসি ব্লকে। সূত্রের খবর, এ দিন সকালে ভ্যাটে গুলি দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ এসে গুলি উদ্ধার করে। অন্য দিকে, মঙ্গলবার সল্টলেক কমিশনারেটের এয়ারপোর্ট থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত আনারুল সর্দারের থেকে ৫ কেজি গাঁজা মিলেছে। আনারুল পুলিশকে জানায়, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে জালনোটের কারবার, গরু ও গাড়ি পাচারের সঙ্গে সে যুক্ত। |
দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও ওয়াটারলু স্ট্রিটের মোড়ে। মৃতের নাম সরোজ সরকার (৬২)। তিনি বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। পুলিশ জানায়, রাস্তা পেরোনোর সময়ে তাঁকে একটি গাড়ি ধাক্কা মারে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গাড়ি-সহ চালক পলাতক। মৃতের ভাই সল্টলেকের বাসিন্দা চিকিৎসক স্বপন সরকার জানান, এ দিন সকালে সরোজবাবু কাজে বেরিয়েছিলেন। তবে ওই এলাকায় কেন গেলেন তা বলতে পারেননি পরিজনেরা। মৃতের ব্যাগ থেকে পাওয়া ভোটার কার্ড থেকে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে। |
ছিনতাইয়ের অভিযোগে এক দুষ্কৃতী গ্রেফতার হল। বুধবার, সাদার্ন অ্যাভিনিউ এবং লেকভিউ রোডের মোড়ে। ধৃত মহম্মদ হায়দর আলির বাড়ি আলিমু্দ্দিন স্ট্রিটে। পুলিশ জানায়, এ দিন রাজা প্রতাপাদিত্য রোডের বাসিন্দা এক মহিলা ওই এলাকায় আত্মীয়ের বাড়ি যান। ফেরার সময়ে যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখনই ওই যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর সোনার হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়েরা হায়দরকে ধরে ফেলেন। |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-নিগ্রহে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশ্বজিৎ দে (বাপ্পা) এবং দুই তৃণমূল সমর্থক সিমিওন সোরেন ও তন্ময় আদিত্য দাসকে বুধবার শিয়ালদহ আদালতে তোলা হয়। আদালত তিন জনকেই ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেয়। |