টুকরো খবর
সনিয়ার বিরুদ্ধে সমন জারি
শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত নেতাদের আড়াল করার অভিযোগে সনিয়ার বিরুদ্ধে সমন জারি করল নিউ ইউর্কের একটি আদালত। এ দেশের একটি শিখ সংগঠন আদালতে অভিযোগ জানায়, ১৯৮৪ সালে ভারতে শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত অনেকেই এখন কংগ্রেস নেতা। কিন্তু বার বার অভিযোগ জানানো সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভিকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। প্রসঙ্গত চিকিৎসার জন্য এখন নিউ ইয়র্কে সনিয়া।

ওবামার আশ্বাস
ইন্টারনেট বা ফোনে আড়ি পাতা নিয়ে ইউরোপ ও বহির্বিশ্বের মানুষকে আতঙ্কিত হতে বারণ করলেন বারাক ওবামা। সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্টের সঙ্গে এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সাধারণের ভয়ের কারণ নেই। বলেন, “ইউরোপ ও বহির্বিশ্বকে আশ্বাস দিয়ে বলছি, সাধারণ মানুষের ইমেলে বা ফোনে আড়ি পাতছি না।” তবে এর সঙ্গে সঙ্গেই ওবামা কিন্তু পরোক্ষ ভাবে স্বীকার করলেন, নির্দিষ্ট অঞ্চল হলেও আড়ি তাঁরা পেতেছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টে পর্নোগ্রাফি
এক বছরে তিন লক্ষ বার পর্নোগ্রাফিক ওয়েবসাইট দেখা হয়েছিল খোদ ব্রিটিশ পার্লামেন্ট থেকে। একটি দৈনিক তথ্য জানার অধিকার আইনে আর্জি জানিয়েছিল। তাতে পার্লামেন্ট জানিয়েছে, ২০১২-এর মে থেকে ২০১৩-এর জুলাই পর্যন্ত ৩ লক্ষ বার পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ঢোকা হয়েছিল।

ধর্ষকের দেহ মিলল জেলে
তার অপরাধের বীভৎসতায় শিউরে উঠেছিল গোটা আমেরিকা। হাজার বছর কারাবাসের নজিরবিহীন সাজাও মিলেছিল। মঙ্গলবার জেলের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার হল এরিয়াল কাস্ত্রোর। কড়া নিরাপত্তায় মোড়া ওহায়োর সংশোধনাগারে ছিল কাস্ত্রো। এক ই-মেলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ নাগাদ এরিয়ালের ঝুলন্ত দেহ দেখতে পান এক কর্মী। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কাস্ত্রোর অপরাধের কথা মাথায় রেখে প্রতি তিরিশ মিনিট অন্তর তাকে এক বার দেখে যাওয়ার কথা ছিল কর্মীদের। সেই সময়ের মধ্যেই এমন কাণ্ড কী করে ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে ওহায়োয় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন তরুণী। হাজার চেষ্টা করেও কোন ক্ষেত্রেই কোনও প্রমাণ পাননি গোয়েন্দারা। কিন্তু চার মাস আগে পালিয়ে আসেন তাঁদেরই এক জন। ক্লিভল্যান্ডে কাস্ত্রোর বাড়ির তিন তলার ঘর থেকে উদ্ধার করা হয় এক দশক আগে নিখোঁজ হওয়া আরও দুই তরুণীকে। তার পরই সামনে আসে গোটা ঘটনা। ওহায়োর একটি স্কুলের বাস চালাত এরিয়াল কাস্ত্রো। গাড়িতে করে এগিয়ে দেওয়ার নাম করে ওই তিন জনকে অপহরণ করে সে। তার পরই শুরু হয় অকথ্য অত্যাচার। চেন দিয়ে ঘরে আটকে রেখে, আধপেটা খেতে দিয়ে চলত নিয়মিত যৌন নির্যাতন। শেষ পর্যন্ত অপহরণ, ধর্ষণের মতো ৯৩৭টি অভিযোগে চার্জ গঠন হয় এরিয়ালের নামে। মোটে এক মাস আগেই অপরাধের সাজা ঘোষণা করেছিল মার্কিন আদালত। যাবজ্জীবন জেলের সঙ্গেই আরও হাজার বছরের কারাবাসের শাস্তি হয়েছিল এই ধর্ষকের। কোনও দিন প্যারোলে ছাড়া পাওয়ার সম্ভাবনাও ছিল না তার।

মনমোহনের বার্তা
জি-২০ বৈঠকে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গে পা রেখেই উন্নত দুনিয়ার প্রতি কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি বলেছেন, আপৎকালীন আর্থিক নীতি থেকে ‘ধীরে ধীরে অথচ নিয়ম মাফিক ভাবে’ বেরিয়ে আসুক উন্নত দুনিয়া। কারণ, এ ধরনের নীতি উন্নয়নশীল দেশগুলির আর্থিক বৃদ্ধির সম্ভাবনার ‘ক্ষতি’ করছে। এখানে স্পষ্টতই তিনি মন্দার সময়ে চালু হওয়া আর্থিক ত্রাণ প্রকল্প গুটিয়ে নেওয়া নিয়ে আমেরিকা এবং অন্য কিছু দেশের টালবাহানার প্রতি ইঙ্গিত করেছেন। যার প্রভাবে মার খাচ্ছে ভারতের অর্থনীতি।

স্কাইপে প্রচার
স্কাইপের মাধ্যমে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অষ্ট্রেলিয়ায় ভোটপ্রচার চালাচ্ছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। অস্ট্রেলিয়ার ভোটে লড়ার জন্য দল গড়েছেন তিনি। ২৫ জুলাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি গ্রন্থাগারে জড়ো হয়েছিলেন তাঁর সমর্থকরা। সেখানেই স্কাইপের মাধ্যমে ভোটপ্রচার শুরু করলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.