টুকরো খবর
অধিবেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

আসানসোল পুরসভায় অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। বুধবার তিনি জানান, পুরনো সিদ্ধান্তগুলি ফের অনুমোদনের আর্জি জানাতেই এই অধিবেশন হবে। ১৩ সেপ্টেম্বর এই অধিবেশন হওয়ার কথা। এই পুরসভায় শেষ অধিবেশন হয়েছিল ৩০ জুলাই। কিন্তু সে দিন শাসকপক্ষের মাত্র ৯ জন ও বিরোধী পক্ষের ১৬ জন কাউন্সিলর হাজির ছিলেন। জুনের সিদ্ধান্তগুলি অনুমোদনের জন্য তোলা হলে বিরোধীরা সেগুলি অনুমোদন করেননি। তড়িঘড়ি অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান। এর পরেই জিতেন্দ্রবাবু জানান, পুর আইন অনুযায়ী, পুরনো সিদ্ধান্ত অনুমোদন না হলে তিন মাস অধিবেশন ডাকা যাবে না। কারণ, এক বার অনুমোদন না হলে সেই পুরনো সিদ্ধান্ত পরের তিন মাস আর অধিবেশনে তোলা যায় না। আবার পুরনো সিদ্ধান্ত অনুমোদন না হলে নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য তোলা যায় না। তবে পুরসভার তিন-চতুর্থাংশ কাউন্সিলর চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানালে অধিবেশন হতে পারে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন সিপিএমের তাপস রায়। তাঁর দাবি, চেয়ারম্যান মুলতুবি করে দেওয়া অধিবেশন যে কোনও সময়ে ডাকতেই পারেন। বিরোধী নেতার এই মন্তব্যের পরে সিদ্ধান্ত বদল করেন চেয়ারম্যান। জিতেন্দ্রবাবু বলেন, “১৩ সেপ্টেম্বর অধিবেশন ডেকেছি। সেই চিঠি সমস্ত কাউন্সিলরদের পাঠানো হয়েছে।” বিরোধী নেতা তাপসবাবু জানান, চিঠি হাতে পাওয়ার পরেই তাঁরা পরবর্তী কর্তব্য ঠিক করবেন।

পরাশিয়ায় প্রধান নির্বাচন হল না
তৃণমূলের দ্বন্দ্ব না মেটায় বুধবারও জামুড়িয়ার পরাশিয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হল না। সাত সদস্যের ওই পঞ্চায়েত তৃণমূল চারটি ও সিপিএম তিনটি আসন জিতেছে। ১৬ অগস্ট প্রধান নির্বাচনের দিন প্রধান হিসেবে তৃণমূলের সন্তোষ বাউড়ির নাম প্রস্তাব করেন দলীয় সদস্য রাজমনি যাদব। কিন্তু দলের আর এক সদস্য সান্ত্বনা বাউড়ি প্রস্তাব করেন লক্ষ্মীকান্ত মণ্ডলের নাম। ফলে সে দিন বোর্ড গঠন হয়নি। বুধবার ফের সভা ডাকা হলে লক্ষ্মীকান্ত মণ্ডলের নাম প্রস্তাব করেন সান্ত্বনা বাউড়ি। দলের অন্য দুই সদস্য নীরব থাকেন। ফলে এ দিনও বোর্ড গঠন হয়নি। এই পঞ্চায়েতে উপপ্রধানের পদটি তফসিলি জাতি সংরক্ষিত। কিন্তু তৃণমূলের তেমন কোনও সদস্য না থাকায় তা সিপিএমের দখলে যাওয়ার কথা। কিন্তু সিপিএম বোর্ডে যোগ দিতে রাজি হননি।

প্রস্তাবিত খনি নিয়ে জনশুনানি

কুলটি এলাকায় প্রস্তাবিত একটি কয়লা খনির বিষয়ে জনশুনানি হল বুধবার। খনি তৈরি হলে এলাকার পরিবেশের ভারসাম্য কী হবে, বাসিন্দাদের কী সুবিধা-অসুবিধা হবে, সে সব নিয়ে আলোচনা হয়। ছিলেন আসানসোলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এ দত্ত, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের এমডি আর মুৎসুদ্দি। জনশুনানিতে উপস্থিত কয়েকশো বাসিন্দার নানা প্রশ্নের উত্তর দেন তাঁরা। খনি হলে এলাকার আর্থ-সামাজিক পরিকাঠামোর কোনও উন্নতি হবে কি না, চাষবাস ব্যাহত হবে কি না, এলাকা মানুষের বাসযোগ্য থাকবে কি না, এ সব প্রশ্ন করেন বাসিন্দারা। প্রশাসানের তরফে এ সব ব্যাপারে আশ্বস্ত করা হয়। আর মুৎসুদ্দি জানান, কোল ইন্ডিয়ার কাছ থেকে এই কয়লা ব্লকটি তাঁরা পেয়েছেন। এটি চালু হলে নানা দিক থেকে এলাকা উপকৃত হবে।

ট্রেনের ধাক্কায় মৃত প্রৌঢ়

ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এক কর্মীর। মঙ্গলবার রাতে রূপনারায়ণপুর রেল স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাগরচন্দ্র কর্মকার (৫৩)। তাঁর বাড়ি রূপনারায়ণপুরের দুর্গামন্দির এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জেনেছে, মঙ্গলবার রাতে আসানসোল থেকে ট্রেনে ফিরছিলেন সাগরবাবু। ট্রেনে বেশ ভিড় ছিল। রূপনারায়ণপুর স্টেশনে তিনি নামতেই ট্রেন ছেড়ে দেয়। পা হড়কে প্ল্যটফর্মের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যান তিনি। স্টেশনে দাঁড়ানো যাত্রীরা তাঁকে উদ্ধার করেন। জখম অবস্থায় কস্তুরবা গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মারা যান সাগরবাবু।

নতুন কলেজ
একটি বেসরকারি পলিটেকনিক কলেজের উদ্বোধন হল দুর্গাপুরে। মঙ্গলবার সন্ধ্যায় সেটির উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ‘বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ কর্তৃপক্ষ এই কলেজটি গড়ে তুলেছেন। এ দিন সেই কলেজেরও ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত হয়। ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুরের মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, দুর্গাপুরের ক্ষুদ্র ও অনুসারী শিল্প দফতরের ডেপুটি ডিরেক্টর মৌ সেন প্রমুখ।

বধূ নির্যাতনে ধৃত

বধূ নির্যাতনের অভিযোগে কুলটির বাউড়ি পাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল মহিলা থানার পুলিশ। মঙ্গলবার ধৃত সুজয় বাউড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী মিনু বাউড়ি। কুলটির কুমারডিহি এলাকার বাসিন্দা মিনুদেবীর অভিযোগ, ২০১২ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু মাসখানের আগে মারধর করে শ্বশুরবানি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে।

রেলের যন্ত্র চুরি, ধৃত

রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মঙ্গলবার অন্ডাল ও চিত্তরঞ্জন থেকে তিন জনকে গ্রেফতার করেছে আরপিএফ। অন্ডাল থেকে ধরা হয় বেতাব সাহ নামে এক জনকে। তার কাছ থেকে রেলের বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় বেশ কিছু যন্ত্রাংশ চুরির অভিযোগে বামাল ধরা পড়ে সুনীল যাদব ও শ্যাম সাউ নামের দু’জন।

ধৃত ৫, মিলল অস্ত্র

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের কোকওভেন থানার হ্যানিম্যান সরণি থেকে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরা হয় বলে পুলিশ জানায়। তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.