মামলা খারিজের আর্জি সুশান্তর |
বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড মামলা খারিজের আর্জি জানালেন সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। আজ কলকাতা হাইকোর্টে বিচারক অসীম রায়ের এজলাসে তিনি এই আর্জি জানিয়েছেন। তাঁর বক্তব্য, বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে প্রথমে যখন এফআইআর দাখিল করা হয়েছিল তখন তাঁর নাম ছিল না। পরে অমল আচার্যর কঙ্কাল উদ্ধার হওয়ার পর তাঁর নাম চার্জশিটে যুক্ত করে সিআইডি। তাঁর অভিযোগ, এতে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই বক্তব্য শোনার পর বিচারক কেস ডায়েরি দেখতে চেয়ে মামলার পরবর্তী শুনানির দিন ১৩ সেপ্টেম্বর ঘোষণা করেন।
|
গত কাল গভীর রাতে সোনারপুরের রাজপুরে পুলিশ ফাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি বাড়িতে অস্ত্র দেখিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, বাড়ির জানালার গ্রিল কেটে ৬-৭ জনের একটি ডাকাতদল বাড়ির মধ্যে ঢোকে। প্রায় দেড় ঘণ্টা ধরে রীতিমতো বাড়ির মধ্যে তাণ্ডব চালায় তারা। বাধা দিতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন গৃহকর্তা অশোক ঘোষ। এ ছাড়াও বাড়ির বাকি সদস্যদেরও মারধর করা হয়েছে। অশোকবাবুকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিগত বেশ কয়েক মাস ধরে এই অঞ্চল জুড়ে এ ধরনের ঘটনা ঘটছে। তবে পুলিশ প্রসাশনের তরফ থেকে এর প্রতিকারে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় নিরাপত্তহীনতায় ভুগছেন অঞ্চলের বাসিন্দারা।
|
ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার |
আজ সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত কাল থেকে নিখোঁজ ছিল নবম শ্রেণির ওই ছাত্র। আজ সকালে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। তার চোখ উপড়ানো ও জিভ কাটা ছিল। দু’ হাতের ৬টি আঙুলও কেটে নেওয়া হয়েছিল। মৃত্যরু কারণ সম্পর্কে স্পষ্ট করে এখনও কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।
|