কুমারডিতে চালু হল খনি
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
কুমারডি-বি কোলিয়ারিতে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করে নিলেন কর্তৃপক্ষ। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, কোলিয়ারির আধিকারিককে হুমকি দেওয়ায় অভিযুক্তকে রবিবার পুলিশ গ্রেফতার করে। সোমবার সংযুক্ত পরামর্শদাতা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ আপাতত স্থগিত রাখা হবে। তবে নজর রাখা হচ্ছে। আবার এমন ঘটনা ঘটলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হবে। অফিসার্স অ্যাসোসিয়েশনের ইসিএলের শাখা সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার শ্রমিক সংগঠনগুলির যৌথ সমন্বয় কমিটি এবং আইএনটিটিইউসি-র সঙ্গে পৃথক ভাবে আলোচনার পরে মঙ্গলবার থেকে খনি চালু করা হয়।
|
জিটি রোডে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে দিনের আলোয় জনবহুল জিটি রোডে কয়েক লক্ষ টাকা ছিনতাই হয়ে গেল। মঙ্গলবার ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যান কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) অজয়প্রসাদ।
|
সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার নেহরু স্টেডিয়ামের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। মঙ্গলবার ডিএসপিএসএ ও দুর্গাপুরে হিরোজের এই খেলায় একটি করে গোল হয়।
|
জয়ী পল্স ক্লাব
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার বিজয়ী হল পলস ক্লাব। টিএমসি মাঠে তারা গোপালপুর ইউসিকে ট্রাইবেকারে ৫-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
|
রানিসায়র এলাকায় ইসিএলের কর্মী আবাসন বেশির ভাগই বহিরাগতদের দখলে। প্রকৃত দাবিদার খনিকর্মীরা আবাসন না পেয়ে বেশি টাকা ভাড়া দিয়ে থাকতে বাধ্য হচ্ছেনএই অভিযোগ তুলে জে কে নগর কোলিয়ারির এজেন্টের হাতে দাবিপত্র তুলে দিলেন খনিকর্মীরা। এজেন্ট এস কুমার জানান, হাইকোর্টের নির্দেশে আবাসন জবরদখল মুক্ত করার অভিযান তাঁরা চালাচ্ছেন। ওই এলাকাতেও অভিযান হবে। |