টুকরো খবর |
১০ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিয়মবিধি তৈরি করা, শিক্ষকদের স্থায়ীকরণ, পদোন্নতি সহ ১০ দফা দাবিতে সোমবার দুপুর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অফিসের সামনে ৬৩ জন শিক্ষক-শিক্ষিকা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। দাবি না মেটা পর্যন্ত লাগাতার ওই অবস্থান চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের অবস্থানের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস। তিনি বলেন, “আমি এখন কলকাতায় আছি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকরা যে দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করছেন তার সব মেটানো এখনই আমার পক্ষে সম্ভব নয়। শিক্ষকরা আন্দোলন উচ্চশিক্ষা দফতরের সামনে করতে পারতেন।” এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সনাতন দাস ও সাধন সাহা জানিয়েছেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। অথচ এখনও পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মবিধি তৈরি হয়নি। এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়মবিধি মেনে কাজ চালাতে হচ্ছে। পাশাপাশি এখন পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ে একটিও সমাবর্তন হয়নি বলে তাঁদের অভিযোগ। চাকুরির একবছরের মধ্যে স্থায়ীকরণ করার নিয়ম। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও বহু শিক্ষকের স্থায়ীকরন এখনও হয়নি বলে দাবি করা হয়েছে। এছাড়াও সমস্ত বিভাগে গবেষণা করার অনুমোদন না পাওয়ায় বহু ছাত্রছাত্রী গবেষণা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও শিক্ষকরা দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের অফিসার অ্যাসোসিয়েশনের সম্পাদক অপূর্ব চক্রবর্তী বলেন, “সংগঠনের সব সদস্যদের সঙ্গে আলোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, কিছুদিন আগেই নিয়মবিধির খসড়া তৈরি করে উচ্চশিক্ষা দফতরে পাঠানো হয়েছে। নিয়মিত রেজিস্টার ও ফিনান্স অফিসারকে নিয়োগ করার বিষয়টিও কলকাতা হাইকোর্টের বিচারাধীন বলে জানানো হয়েছে।
|
৮টি সমিতি পেল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নির্বাচনে ৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৬টি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। ২টি পঞ্চায়েত সমিতির অবস্থান ছিল ত্রিশঙ্কু। সোমবার দিনের শেষে জেলার মোট ৮ টি পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল। ত্রিশঙ্কু কুশমন্ডি এবং বংশীহারি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে এদিন সকাল থেকে উত্তেজনা ছিল। কুশমন্ডি পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে বামেরা ১২টি, তৃণমূল ১১টি এবং কংগ্রেস ১টি আসনে জয়ী হয়। তাদের ১ জন নির্বাচিত সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে বামেরা। এদিন বিডিওর কাছে প্রতিবাদ জানিয়ে বোর্ড গঠনের সভা থেকে ওয়াক আউট করে বেরিয়ে যায় তারা। এরপর ১ কংগ্রেস সদস্যের সমর্থন নিয়ে তৃণমূল বোর্ড গঠন করতে গেলে সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। তা থেকে সংঘর্ষ হয়। ঘটনায় তৃণমূলের লুতফর রহমান নামে এক কর্মী গুরুতর জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পরিস্থিতি শান্ত হলে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদ কংগ্রেসকে দিয়ে তৃণমূল বোর্ড দখল করে। বংশীহারীতে ১৫ আসনের মধ্যে বামেরা ৮টি, তৃণমূল ৬টি এবং বিজেপি ১টি আসনে জয়ী হয়েছিল। সিপিএমের জোনাল সম্পাদক সফিউদ্দিন আহমেদের অভিযোগ, “২ জন প্রার্থীকে ভয় দেখিয়ে এবং কায়দা করে সরিয়ে তৃণমূল বিজেপির ১ প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড দখল করেছে।” প্রতিবাদে সিপিএম বুনিয়াদপুরে মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “কুশমন্ডি ও বংশীহারির ঘটনা জানা নেই। ৮ পঞ্চায়েত সমিতি আমাদের দখলে আসায় সিপিএম মিথ্যা অভিযোগ তুলেছে।”
|
কংগ্রেসকে নিয়ে বোর্ড তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসকে নিয়ে বোর্ড গড়ল তৃণমূল। সোমবার গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। প্রধান হন তৃণমূলের ধর্ম সিংহ। উপপ্রধান কংগ্রেসের মারিয়াম বেগম। যদিও এর আগে প্রার্থীদের অপহরণের জেরে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাতে বন্ধ হয়ে যায় বোর্ড গঠনের কাজ। তৃণমূল নেতা জাভেদ আখতার বলেছেন, “দুই কংগ্রেস সদস্য আমাদের সমর্থন করায় বোর্ড গঠন করি। কংগ্রেস-এর এক সদস্যকে উপপ্রধান করা হয়।” ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি রেহান আলম জানান, এলাকাতে একক ভাবে কারও বোর্ড গঠন করা সম্ভব নয়। তাই সমর্থন করা হয়। ইসলামপুরের পন্ডিতপোতা ২ পঞ্চায়েতে আসন ১৪টি। সেখানে সিপিএম পেয়েছে ৬টি, কংগ্রেস ২টি এবং তৃণমূল ৬টি আসন। তবে এর আগে ১৭ অগস্ট কংগ্রেস এবং সিপিএম মিলে বোর্ড গঠন করার কথা ছিল। সে দিন অবশ্য কংগ্রেসের ২ জন সদস্য এবং সিপিএম এর ২ সদস্যকে তৃণমূল অপহরণ করে বলে অভিযোগ উঠেছিল।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
আগ্নেয়াস্ত্র-সহ ৩ দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার পাটহাটি এলাকাতে ঘটনাটি ঘটেছে। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পাটহাটি সংলগ্ন এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দু’টি পাইপগান, ১০ রাউন্ড কার্তুজ ও ১০ কেজি গাজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি বিহারের পুর্ণিয়ার খাজানদিহাটে। জাল শংসা, নালিশ
আলিপুরদুয়ার: তফসিলি জাতি জাল শংসাপত্র দাখিলের অভিযোগ উঠেছে, আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর নামে। প্রার্থীর এক আত্মীয় অভিযোগ জমা দেন বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে মহকুমা শাসকের দফতরে অভিযোগ জমা পড়ে। ভারপ্রাপ্ত মহকুমাশাসক শিশির লেপচা বলেন, “অভিযোগ খতিয়ে দেখা ব্যবস্থা হবে।” শহরে ২০ ওয়ার্ডের নির্দল প্রাথী সুজাতা মল্লিক এদিন বলেন, “অসম থেকে আনা শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠলেও তা সত্যি নয়। রাজ্যের শংসাপত্র জমা দিয়েছি।”
|
স্টেশনে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পরিত্যক্ত টিফিন বক্সে সোমবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ কোচবিহার স্টেশনে। টিকিট কাউন্টারের সামনে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগে ওই টিফিন বক্স, দুটি জলের বোতল, এবং কয়েকটি কলা পড়ে ছিল। বক্স ঘিরে আতঙ্ক ছড়ালে পুলিশে গিয়ে তা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রাখে। একটি ছাগল কলার লোভে ক্যারিব্যাগ খোলার চেষ্টা করলে টিফিন বাক্সটি খুলে যায়।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কোতোয়ালির নিউটাউন মোড় এলাকায়। মৃতের নাম আবুল হোসেন (৫০)। এর জেরে বেশ কিছুক্ষণ বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
সংঘর্ষে জখম ১০
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূল-কংগ্রেস মধ্যে সংঘর্ষে ১০ জন জখম হন। রবিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে কোচবিহার রাজারহাটে। সোমবার ফের সংঘর্ষ হয়। অভিযোগ, এক তৃণমূল কর্মীর বাড়িতে হানা দিয়ে মারধর করে কংগ্রেস সমর্থকরা। |
|