বাস ধর্মঘটকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়া চরম আকার নিয়েছে মাথাভাঙায়। সোমবার বাস ধর্মঘট দ্বিতীয় দিনে পড়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা আলিজার রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত বাস মালিক কর্তারা অভিযোগ করেছেন, তৃণমূল নেতা নজরুল হক মাথাভাঙা থানার আইসি দেবাশিস বসুর অফিসে বসে কয়েকজন মালিককে মারধর করার হুমকি দেন। ওই অভিযোগ মিথ্যে দাবি করে তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নজরুল হক পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “টানা দু’দিনের ধর্মঘটে যাত্রীরা চরম হয়রানির মুখে। এটা মেনে নেওয়া যায় না। মঙ্গলবারের মধ্যে বাস ধর্মঘট না উঠলে রাস্তায় নামব।” তৃণমূল শ্রমিক সংগঠনের মাথাভাঙা মহকুমা সভাপতি আলিজার বলেন, “আইসি এর অফিসে বৈঠকের সময় বাস মালিকদের হুমকি দেওয়াতে বিষয়টি জটিল হয়েছে। নজরুলবাবুরাই এসব করেছেন। আমি কেন ধর্মঘটে উস্কানি দেব? চেষ্টা করছি দ্রুত বৈঠক করে বিষয়টি সমাধান করার।” দলীয় সূত্রে খবর, মাথাভাঙায় আলিজার রহমান বনমন্ত্রী হিতেন বর্মনের কাজের লোক বলে পরিচিত। নজরুল হক তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের গোষ্ঠীর। দুই পক্ষের বিবাদ দীর্ঘদিনের। শনিবার সকালে একটি বাস চলার সময়সূচি নিয়ে বাসমালিক এবং কর্মীদের মধ্যে বচসা হয়। সেই সময় বাস মালিকদের তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। নজরুল হক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে বাস ধর্মঘটের ডাক দেয় মাথাভাঙা মহকুমা বেসরকারি যাত্রী পরিবহণ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, “তৃণমূল নেতা নজরুল হক নানা ভাবে হুমকি দিচ্ছেন। এটা মানা হবে না। এ জন্যই ধর্মঘট চলছে।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমাকে বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। এই বিষয়ে দল কোনওভাবে যুক্ত নয়।
|