আর্সেনিকের হাত থেকে মানুষকে বাঁচাতে গঙ্গার পরিশোধিত জল নিউ টাউন ও অন্যত্র সরবরাহের পরিকল্পনা আগেই হয়েছিল। এ বার বাড়ি বাড়ি সেই জল সুষ্ঠু ভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি দেখতে যৌথ নজরদারি কমিটি তৈরি হল। সোমবার নিউ সেক্রেটারিয়েটে জনস্বাস্থ্য কারিগরি দফতরে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই ওই কমিটি গড়া হয়েছে।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং জনস্বাস্থ্য কারিগরি, হিডকো, নবদিগন্ত, রেল, বন দফতরের সচিব ও অফিসারেরা। সুব্রতবাবু জানিয়ে দেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি কাজ শেষ করার যে লক্ষ্য স্থির করা হয়েছিল, তার আগেই জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ করতে হবে।
নতুন সরকার ক্ষমতায় আসার পরে গঙ্গা থেকে সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ পাইপে জল এনে শোধন করে নিউ টাউন, রাজারহাট, সল্টলেক, নবদিগন্ত, দক্ষিণ দমদম ইত্যাদি স্থানে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পের খরচ ধরা হয় ৩৪৮ কোটি টাকা। এই কাজের মূল দায়িত্ব পড়ে হিডকোর উপর। কিন্তু সময়মতো পরিকল্পনা করতে না-পারায় জেএনএনইউআরএম-এর টাকা পাওয়ার জন্য দিল্লিতে ফাইল পাঠাতে পারেননি হিডকো কর্তৃপক্ষ।
২০১২-র প্রথম দিকে কাজের পরিকল্পনা হলেও এ পর্যন্ত কাজ হয়েছে ১৯ কোটি টাকার। পাইপে গঙ্গার জল এনে নিউ টাউনের ৫টি বড় জলাশয়ে রেখে শোধন করে তা সরবরাহের ব্যবস্থা হয়েছে। সেই জল যাতে বিভিন্ন পুর এলাকায় সুষ্ঠু ভাবে পৌঁছে দেওয়া যায়, তা দেখতেই এ দিন ওই যৌথ নজরদারি কমিটি তৈরি হয়। বৈঠকে রেল ও বন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, তাঁদের দিক থেকে সহযোগিতার অসুবিধা হবে না। |