টুকরো খবর
বার্ষিক অনুদান বন্ধের অভিযোগ
কোনও কারণ ছাড়াই তাদের বার্ষিক অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলল স্টুডেন্টস হেল্থ হোম। হোম-এর পরিচালন কমিটিতে বেশ কয়েকজন বামপন্থী চিকিৎসক রয়েছেন বলেই এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ৬০টি কেন্দ্রে ২০ লক্ষ পড়ুয়া-সদস্যের চিকিৎসার জন্য ৭০ লক্ষ টাকা অনুদান দেয় রাজ্য সরকার। ১৯৬২ সাল থেকে এই অনুদান পেয়ে আসছেন তাঁরা। কিন্তু চলতি বছরে তা আটকে দেওয়া হয়। স্টুডেন্টস হেল্থ হোমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৃষিত রায় বলেন, “আমরা কোনও রাজনীতি করি না। গরিব ছাত্রছাত্রীদের চিকিৎসা এ ভাবে আটকে গেলে তা খুবই দুর্ভাগ্যজনক।” কী বলছে রাজ্য সরকার? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রাজনীতি করি না। এ ক্ষেত্রে টাকা কেন আটকে রয়েছে তা খোঁজ নিয়ে জানতে হবে।”

সাজবে বেহালার হাসপাতাল
দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ রোগী ভাল পরিষেবা পাওয়ার জন্য আসেন এসএসকেএমে। অথচ, দক্ষিণ ২৪ পরগনার প্রবেশদার বেহালাতেই রয়েছে একটি সরকারি হাসপাতাল। রোগীরা যাতে সেখানেও ভাল পরিষেবা পান, সে জন্য বেহালার একমাত্র সরকারি হাসপাতাল বিদ্যাসাগর হাসপাতালকে ঢেলে সাজার পরিকল্পনা করেছে সরকার। সোমবার হাসপাতালে এ কথা জানান শিল্পমন্ত্রী ও স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এ দিন হাসপাতালের নতুন নবজাতক বিভাগ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, আধুনিক ইসিজি মেশিন, সরকারি-বেসরকারি উদ্যোগে কম খরচে সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ঠান্ডা পানীয় জল-সহ ১০টি প্রকল্পের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, পূর্ত, পরিবেশ ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে হাসপাতালটি ঢেলে সাজা হবে। ছিলেন পূর্ত ও পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। এ দিন হাসপাতাল চত্বরের জলাশয়ে ভাসমান উদ্যানেরও উদ্বোধন করেন পার্থবাবু।

নেশা বন্ধে সচেতনতা
নেশার আসর ঠেকাতে পুলিশ, মহকুমা প্রশাসন, পুরসভা, প্রবীণ ব্যক্তিদের নিয়ে এক সচেতনতা শিবির হল। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ইসলামপুর শাখার সদস্যদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ইসলামপুর টাউন লাইব্রেরি হলে ওই শিবির হয়। সেখানে উপস্থিত ছিলেন এসডিপিও সুবিমল পাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিমলকৃষ্ণ সাহা, ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারপার্সন অর্পিতা দত্তরা। পুজোর আগে এলাকাতে চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা বাড়ে। নেশার আসর বসে। বাসিন্দাদের অভিযোগ, “এলাকার ওষুধ ব্যবসায়ীর একাংশের দোকান থেকে নেশার ট্যাবলেট, কাশির সিরাপ বিক্রি হচ্ছে। ইসলামপুর কলেজ মাঠ, হাই স্কুল মাঠ, কোর্ট মাঠ-সহ বিভিন্ন এলাকাতে নেশার আসর বেড়েছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক তথা বিসিডিএ-র রাজ্য কমিটি সদস্য শুভেন্দু মজুমদার বলেন, “বার বার করে অভিযোগ পাচ্ছিলাম। সংগঠনের সদস্যদের বলেছি নেশার ওষুধ বিক্রি না করতে। এ বার তা নিয়ে সচেতনতা শিবির করেছি।”

স্বাস্থ্য-সুরক্ষা উদ্যোগ
স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা দিতে উদ্যোগী হল ব্লক স্বাস্থ্য দফতর। ‘স্টুডেন্ট হেলথ প্রোগ্রাম’ প্রকল্পে অন্য ব্লকের সাথে আলিপুরদুয়ার ২ ব্লকে সোমবার থেকে এই স্বাস্থ্য সুরক্ষার কাজ শুরু হয়েছে। প্রকল্পের মাধ্যমে প্রাথমিক জুনিয়র হাই এবং হাই স্কুলের পড়ুয়ার হেলথ কার্ড তৈরি করা হবে। ওই কার্ডে পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থাকবে। পড়ুয়াদের বড় শারীরিক সমস্যা থাকলে তাদের একটি করে রেফারেন্স কার্ড দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.