বেহাল জাতীয় সড়ক সংস্কার চেয়ে অবরোধ
মাসখানেক আগে অবরোধ করে সংস্কারের আশ্বাস মিললেও, জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হয়নি বলে অভিযোগ করে সোমবার সকালে প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে মোহিতনগরের বাসিন্দারা। এদিন সকাল ১১টা থেকে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষক থেকে সরকারি কর্মী, ব্যবসায়ী, গৃহবধূ সকলেই সামিল হয়েছিলেন।
মোহিতনগরে পথ অবরোধ বাসিন্দাদের।
গত ২ অগস্টও রাস্তা সংস্কারের দাবিতে বাসিন্দারা মোহিতনগরে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। সে সময়ে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়ে বলে বাসিন্দারা জানিয়েছেন। এক মাসের মধ্যে সংস্কারের উদ্যোগ শুরু হবে বলে বাসিন্দাদের সে সময় জানানো হয়েছিল বলে এদিন দাবি করা হয়েছে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়াতেই এদিন ফের সড়ক অবরোধ করা হয় বাসিন্দারা জানান। রাস্তা সংস্কারের দাবিতে এদিন সকালে অবরোধ শুরু হওয়ার পরে জাতীয় সড়কের দু দিকে তীব্র যানজট তৈরি হয়। ঘণ্টা দুয়েক পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অভিজিৎ দাস বাসিন্দাদের নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আইসি বলেন, “বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেছি। বাসিন্দাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করা হবে, রাস্তা সংস্কারের বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যবস্থা করা হবে।”
যদিও পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে সেই কাজ অনেকটাই শেষ করা সম্ভব হবে।
শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে জাতীয় সড়কের হাল এমনই।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক খানাখন্দে ভরে থাকলেও কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যানবাহনের ভারী চাকা সড়কের গর্তে পরে ধুলো উড়ছে। জাতীয় সড়ক দিয়ে অনবরত গাড়ি চলায় দিনের সব সময়েই গোটা এলাকায় ধুলোয় ঢেকে থাকে বলে বাসিন্দাদের অভিযোগ। তারফলে একদিকে যেমন বেহাল সড়কে দুর্ঘটনা লেগে রয়েছে, তেমনিই ধুলোয় এলাকায় দূষণও ছড়াচ্ছে বলে বাসিন্দাদের দাবি। এলাকার বাসিন্দা কৌশিক দাস বলেন, “বেহাল রাস্তার জন্যে আমাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। ধুলোয় ঘর ভরে থাকছে। বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। অনেকেরই ফুসফুসে সংক্রমণ হচ্ছে। এদিন ফের পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে। তবে এবার সেই আশ্বাস পূরণ না করা হলে ঘন ঘন জাতীয় সড়ক অবরোধ করা হবে।”
এদিনের অবরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সামিল হয়েছিলেন, জাতীয় সড়ক লাগোয়া দুটি স্কুলের শিক্ষকরাও। মোহিতনগর হাইস্কুলের শিক্ষক গোপাল চক্রবর্তী বলেন, “আমাদের দুটি স্কুলের ছাত্রছাত্রীদের কেউ না কেউ প্রতিদিনই সড়কে যাতায়াত করতে দুর্ঘটনায় পড়ছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হোক।” এলাকার বাসিন্দা গৃহবধূ সবিতা দাস, শিখা মোদকরা বলেন, “ধুলোর জন্য বাড়িতে থাকা যাচ্ছে না। ভাঙা রাস্তায় চাকা পড়ে যে ভাবে গাড়িগুলি হেলে পড়ে, তাতে রাস্তায় চলাচল করতেও ভয় হয়।”

ছবি: সন্দীপ পাল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.