বিমল গুরুঙ্গদের কোণঠাসা করতে লেপচাদের পাশাপাশি পাহাড়ের তামাঙ্গ সম্প্রদায়ের ক্ষোভকেও কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালিম্পঙে তামাঙ্গদের এক প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রী বলেছেন, দাবিদাওয়ার ব্যাপারে তাঁরা যেন লেপচাদের সঙ্গে জোট বেঁধে এগোন, যাতে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চাকেই সংখ্যালঘু করে দেওয়া যায়।
সোমবার সন্ধ্যায় কালিম্পং সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ‘তামাঙ্গ ইয়ুথ অর্গানাইজেশন’-এর ওই প্রতিনিধিদলটি।
বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তফসিলি জাতিভুক্ত তামাঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, পাহাড়ে তাঁদের বাস করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা নানা বঞ্চনার শিকার, তার ওপর রয়েছে মোর্চার দাপট। অথচ শুধু পাহাড়েই তাঁদের সংখ্যা প্রায় ৩ লক্ষ, ডুয়ার্স ও জলপাইগুড়ি মিলিয়ে প্রায় ৫ লক্ষ। মুখ্যমন্ত্রী তাঁদের সাফ বলেছেন, “আপনাদের কীসের ভয়? সরকার আপনাদের পাশে আছে।”
তখনই তিনি তাঁদের লেপচাদের সঙ্গে জোট বাঁধার পরামর্শ দেন। সেই সঙ্গে মঙ্গলবার লেপচাদের জনসভাতেও আসার অনুরোধ করে বলেন, ওই সভা থেকে তিনি তামাঙ্গদের উদ্দেশেও বার্তা দিতে পারেন। সেই সঙ্গে এ-ও বলেন, তামাঙ্গদের বার্ষিক উৎসবেও তিনি আসতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মাকলিপি দেয় ওই প্রতিনিধিদল। মুখ্যমন্ত্রী জানান, সরকার তাঁদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। |