উৎসবের মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে সেপ্টেম্বর মাস জুড়ে নানা কর্মসূচি নিয়ে পথেই থাকছে বামেরা। ভোটের মরসুমে কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে যুব, ছাত্র, মহিলা থেকে বস্তি সংগঠন নানা শাখাকে পথে নামাচ্ছে তারা।
শহরের গরিব মানুষের মন পেতে কয়েক মাস আগেই রাজ্যওয়াড়ি বস্তি সংগঠন গড়ে তুলেছিল সিপিএম। আগে যা ছিল কলকাতা বা দুর্গাপুরের মতো কয়েকটি শহরে সীমাবদ্ধ, তাকেই এখন রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছে আলিমুদ্দিন। বস্তি উন্নয়নের দাবি নিয়ে সেই সংগঠনই রাস্তায় নামছে কাল, বুধবার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে তাদের জমায়েতে মূল বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দাবিদাওয়া নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে যাওয়ার কথা সংগঠনের প্রতিনিধিদের। আগামী সপ্তাহে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর শহরে বসছে সিপিএমের মহিলা সমিতির কলকাতা জেলা সম্মেলন। সেই উপলক্ষে ১৩ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরায় মহিলা সমাবেশ। যেখানে মুখ্য বক্তা সিপিএমের পলিটব্যুরোর একমাত্র মহিলা সদস্য বৃন্দা কারাট।
নারী নির্যাতনের প্রতিবাদকে সামনে রেখে মহিলা সমাবেশের পিঠোপিঠিই ধর্মতলা চত্বরে বাম যুব সমাবেশ। বামফ্রন্টের ৮টি যুব সংগঠনের আয়োজনে ১৫ সেপ্টেম্বর ওই সমাবেশে থাকার কথা ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের। সাম্রাজ্যবাদ-বিরোধী মিছিলের নামে রবিবারই শহরে একপ্রস্ত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে বামেরা। সেই মিছিলের বহর দেখে যথেষ্টই উৎসাহিত বাম নেতৃত্ব। রানি রাসমণি থেকে শুরু করে মৌলালি, আচার্য প্রফুল্লচন্দ্র রোড হয়ে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের মঞ্চে যখন পৌঁছে গিয়েছেন বাম নেতারা, মিছিলের শেষ ভাগ তখনও রাজাবাজারে। বাম যুব নেতাদের আশা, যুব সমাবেশেও তাঁরা ধর্মতলা চত্বর ভরিয়ে দিতে পারবেন। চাকরির ‘ভুয়ো প্রতিশ্রুতি’র বদলে সত্যিকারের কাজের দাবিতে ওই সমাবেশে বাম সমর্থক নন, তরুণ প্রজন্মের এমন প্রতিনিধিদেরও আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী সোমবার বলেন, “তৃণমূল বা কংগ্রেস যাকেই সমর্থন করুন, এ সবের ঊর্ধ্বে উঠে কাজের দাবিতে সব যুবক-যুবতীকে সে দিন ধর্মতলায় আসতে আবেদন জানাচ্ছি।” ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও ওই সমাবেশে আমন্ত্রিত।
রাস্তায় নেমে কর্মসূচি ছাড়াও বাম দলগুলির পঞ্চায়েত পর্যালোচনার একগুচ্ছ বৈঠক রয়েছে চলতি সপ্তাহে। আজ, মঙ্গলবার ও কাল, বুধবার বসছে সিপিআই এবং আরএসপি। সিপিএমের রাজ্য কমিটি ও বর্ধিত রাজ্য কমিটি শুক্রবার থেকে। পাশাপাশিই, সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র রাজ্য সম্মেলন খড়গপুরে ২১-২৩ সেপ্টেম্বর। |